জলের দাবিতে প্রবল বিক্ষোভ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দীর্ঘদিন ধরে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয়জলের তীব্র সমস্যা চলছে। প্রশাসনের কাছে গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও আজ অব্দি পানীয়জলের স্থায়ী সমাধান করা হয়নি। অতিষ্ঠ গ্রামবাসীরা বাধ্য হয়ে বৃহস্পতিবার বাবুরবাজারের প্যাক্স চৌমুহনী এলাকায় রাস্তা আটকে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। খবর পেয়ে ইরানি থানা থেকে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী আসে।