মুখ্যমন্ত্রীদের নিয়ে লোকসভা ভোটের কৌশল স্থির করলেন প্রধানমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি || আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লীতে বিজেপি সদর দপ্তরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাথে ছিলেন শাসক দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকের প্রথম পর্বে প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের বিগত নয় বছরের কর্মকাণ্ডের কথা মেলে ধরেন।এই সময়ে এনডিএ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপগুলির বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়ন এবং তার কার্যকারিতার বিষয়েও আলোকপাত করা হয়েছে।নতুন সংসদ ভবন উদ্বোধন পর্ব শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসেন।কেন্দ্রীয় সরকারের বিগত এক দশকের কর্মকাণ্ড মেলে ধরার পর তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলির রিপোর্ট কার্ড নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন। মুখ্যমন্ত্রীগণ বিগত কয়েক মাসের কর্মকাণ্ডের খতিয়ান প্রধানমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির সামনে মেলে ধরেন।
কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নের হালহকিকত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।চলতি প্রকল্পগুলির অগ্রগতির বিষয়েও প্রধানমন্ত্রী বিস্তৃতভাবে খোঁজখবর নেন।কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা নিতে প্রধানমন্ত্রী মোদি মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান রাখেন।একই সাথে প্রকল্পগুলির বাস্তবায়নের চিত্র মানুষের কাছে ব্যাপকভাবে নিয়ে যেতেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সহ অন্যরা ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলির কাছে ২৮টি পয়েন্ট জানতে চেয়েছিলেন।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এ বিষয়ে তার রিপোর্ট পেশ করেছেন।তিনি কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্রও এদিন মেলে ধরেছেন।পাশাপাশি কোন্ কোন্ ক্ষেত্রগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে তার বিষয়েও বিস্তৃতভাবে অবহিত করেছেন।বিজেপি সর্বভারতীয় সভাপতি, সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সস্তোষদের পাশে বসিয়ে মোদি এদিন লোকসভা নির্বাচনের রোডম্যাপও তৈরি করে নিয়েছেন। আগামী দিনে দলের প্রচার সূচিতে কী কী বিষয়ে জোর দিতে হবে তারও দিশা দেওয়া হয়।যেসব প্রকল্প রূপায়ণে ঢিলেমি চলছে তার গতি বাড়াতেও এদিন রাজ্যগুলির প্রতি নির্দেশিকা জারি করা হয়েছে।প্রকল্প রূপায়ণের কাজ ত্বরান্বিত করতে রাজ্যগুলিকে কল সেন্টার খুলতেও বলা হয়েছে।