নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
ঝড়ে ভাঙলো ঘর!!
শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার খাসিয়ামঙ্গল এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালা ভেঙে তেলিয়ামুড়া-আম্পি সড়কের ওপর পরে। ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খাসিয়া মঙ্গল এলাকার বেশ কয়েকটি বাড়িঘরও ঝড়ের প্রভাবে ভেঙ্গে তছনছ হয়ে যায়। মৃত্যু হয় গৃহপালিত পশুর। দীর্ঘ সময় পর প্রশাসনের প্রচেষ্টায় ঝড়ে ভেঙে পড়া গাছ-পালা গুলোকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ক্ষতিগ্রস্থরা প্রশাসনের সহায়তা দাবি করেছে।