পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে দপ্তর: সুশান্ত।
অনলাইন প্রতিনিধি || রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবন সহ উন্নয়নে আরও নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর।নতুন নতুন কোন্ কোন্ স্থানকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে তাও গুরুত্ব দিয়ে দেখছে দপ্তর।শনিবার পর্যটন দপ্তরের পরিচালন পর্ষদের বৈঠকে এভাবেই দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিমত ব্যক্ত করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে রাজধানী আগরতলার গীতাঞ্জলি স্টেট টুরিস্ট গেস্ট হাউসে প্রশাসনের উচ্চপদস্থ আধিারিকদের উপস্থিতিতে আয়োজিত ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ৩৫ তম পরিচালন পর্ষদের(বোর্ড অব ডাইরেক্টর্স) বৈঠকে পৌরোহিত্য করেন শ্রীচৌধুরী।শ্রীচৌধুরী বলেন, সরকারের উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ। ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে উচ্চতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে পর্যটন দপ্তর।তিনি বলেন,এই শিল্পের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে কর্মসংস্থান, জীবন-জীবিকা ৷বৈঠকে ত্রিপুরার টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চলমান বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ত্রিপুরা রাজ্যের আকর্ষণীয় পর্যটন স্থানগুলোকে কীভাবে তুলে ধরা যায়, বা আরও আকর্ষিত করে তোলা যায় সবকিছু নিয়েই আলোচনা হয় বৈঠকে। বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় রেখে ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকে আলোচনা হয়।বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা পিসিসিএফ কেএস শেঠি, চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন প্রবীণ আগরওয়াল, পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং, পর্যটন দপ্তরের সচিব এলটি ডার্লং পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।