নানা কর্মসূচিতে উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস!!

 নানা কর্মসূচিতে উদযাপিত  বিশ্ব পরিবেশ দিবস!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পরিবেশকে রক্ষা করার শপথ নিয়ে সারা বিশ্বের সাথে ৫ জুন রাজ্যেও নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বায়নের ফলে পরিবেশ দিন দিন কলুষিত হচ্ছে। পরিবেশকে রক্ষা না করলে ভবিষ্যতে এই পৃথিবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগান হচ্ছে “প্লাস্টিক কে না বলুন “। এই বার্তা নিয়েই সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন আগরতলা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের উদ্যোগে
“আমার জীবন, আমার স্বচ্ছ শহর ” শীর্ষক বিশেষ স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় মহারাজগঞ্জ বাজারে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দেব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে যানবাহন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহন। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই ছোট ছোট দূরত্বে যাতায়াতে গাড়ি বা বাইকে না করে বাইসাইকেলে করলে, পরিবেশকে অনেকটাই রক্ষা করা যায়। এই বার্তাকে সামনে রেখে টিএসইসিএল সোমবার সকালে একটি বাইসাইকেল র‍্যালীর আয়োজন করে। বিদ্যুৎ দপ্তরের এমডি দেবাশিষ সাহা এদিনের এই র‍্যালীতে অংশগ্রহণ করেন।ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন আগরতলা সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি ডঃ বিশু কর্মকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে সিটি সেন্টারের সামনে পথচারী মানুষদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিশেষ সাফাই অভিযান চালানো হয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.