দুর্যোগে আক্রান্তদের বিনামূল্যে খাবার জোগাবে ভেন্ডিং মেশিন।

 দুর্যোগে আক্রান্তদের বিনামূল্যে খাবার জোগাবে ভেন্ডিং মেশিন।
এই খবর শেয়ার করুন (Share this news)

ভূমিকম্প হোক বা ঘূর্ণিঝড়। আক্রান্তদের বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করবে ভেন্ডিং মেশিন। বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে জাপান এই ভেন্ডিং মেশিন নিয়ে এসেছে।দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করার জন্য পশ্চিম উপকূলের শহর একোতে একাধিক ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে (ছবি)।বিশেষজ্ঞদের মতে, একোতে আগামী কয়েক দশকের মধ্যে শক্তিশালী ভুমিকম্পের তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে।মূলত আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করা ভবনগুলির পাশে এই সব ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। প্রতিটি ভেন্ডিং মেশিনে বোতল বা ক্যান আকারে ৩০০টি নরম পানীয় রাখা যাবে।এছাড়াও এতে ১৫০টি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পুষ্টিকর সাপ্লিমেন্ট পাওয়া যাবে।একো ভৌগলিকভাবে অতি-ভূমিকম্প প্রবণ এলাকা।জাপানের মধ্য ও দক্ষিণ- পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় উপকূল আগামী কয়েক দশকে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানবে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।জাপানি নিউজ পোর্টাল মাইনিচি জানিয়েছে, জাপানের সর্বোচ্চ ৭ রেঞ্জের ভিন্নধর্মী যে ভূমিকম্পের স্কেল, সে স্কেলের পাঁচ কিংবা তারও বেশি মাত্রায় ভূমিকম্প হলে ভেন্ডিং মেশিনগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। তবে দুর্যোগকালীন সময় ছাড়া অন্য স্বাভাবিক সময়ে অবশ্যই অর্থ পরিশোধ করে মেশিনটি থেকে পণ্য কিনতে হবে।ভেন্ডিং মেশিনগুলি তৈরি করেছে ‘আর্থ কর্প’ নামের একটি কোম্পানি যাদের একো শহরেই কারখানা রয়েছে।ওই সংস্থা দাবি করেছে,এই ধরনের ভেন্ডিং মেশিনের ব্যবহার জাপানেই প্রথম।গত কয়েক বছরে একাধিক শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে জাপান। এর ফলে দেশে বিধ্বংসী বন্যা হয়েছে। দেখা দিয়েছে ভূমিধস। আর্থ কর্প কোম্পানির এক মুখপাত্র বলেন, ‘আমরা পুরো দেশজুড়েই ভেন্ডিং মেশিন বসাতে চাই।’ একো পৌরসভার এক কর্মকর্তা বলেন, ‘আশা করি, খাবারের মজুদ আমাদের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।’অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে টোকিওর একটি পার্কে রেডিও সুবিধাসহ একটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। রেডিওটি যেকোনও দুর্যোগকালীন সময়ে স্বয়ংক্রিয়ভাবে ইমারজেন্সি সম্প্রচার করবে। জাপানের ভূমিকম্প স্কেলের পাঁচ কিংবা তার চেয়েও বেশি মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে রেডিওটি সক্রিয় হয়ে যাবে এবং স্থানীয় কমিউনিটি রেডিও থেকে উদ্ধার সম্পর্কিত কিংবা অন্য গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রচার করবে। গত ২৬ মে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প পূর্ব জাপানে আঘাত হানে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.