দাঁতাল হাতির তান্ডব!!
দৈনিক সংবাদ অনলাইনঃ কোনভাবেই তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন এলাকায় বন্য দাঁতাল হাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ। যদিও দপ্তর থেকে দাবি করা হচ্ছে, প্রতিনিয়ত সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু তার পরেও হাতির সমস্যা মিটছে না।
বৃহস্পতিবার ঝড় বৃষ্টির তাণ্ডবের মাঝেই বন্য দাঁতাল হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হল বেশ কয়েকটি বসতঘর। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বালুছড়া এলাকার ফুলবাঁশি দাসপাড়া স্কুল সংলগ্ন গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বন্য হাতির দল দফায় দফায় তাণ্ডব চালিয়েছে বালুছড়া ফুলবাঁশি দাসপাড়া স্কুল সংলগ্ন এলাকায়। ৪ থেকে ৫টি পরিবারের বসতঘর, কয়েকজনের সবজি ক্ষেত সহ ঘরে থাকা আসবাবপত্র এবং ঘরে মজুদকৃত চাল সহ নান সামগ্রী নষ্ট করে দেয় হাতির দল। উল্লেখ্য, ইতিপূর্বেও তেলিয়ামুড়ায় বেশ কয়েকজন সাধারন জনগন হাতির আক্রমণে মারা গেছে। এরপরেও বনদপ্তর থেকে এখন পর্যন্ত হাতির আক্রমণ রখতে স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বলা চলে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই তেলিয়ামুড়া বনদপ্তরের হাতি প্রবণ এলাকাগুলিতে সাধারণ মানুষরা বসবাস করে চলছেন।