পোষ্য সারমেয়কে জন্মদিনের উপহার ২০ লাখের বাড়ি।

 পোষ্য সারমেয়কে জন্মদিনের উপহার ২০ লাখের বাড়ি।
এই খবর শেয়ার করুন (Share this news)

জন্মদিনে প্রিয় মানুষের জন্য ব্যয়বহুল কিছু করার প্রবণতা স্বাভাবিক। হাল আমলে নেট দুনিয়ায়ও এমন অনেক কর্মকাণ্ড চোখে পড়ে। কিন্তু নিজের সারমেয়র জন্য ব্যয়বহুল কিছু করতে দেখা যায় খুব কমই। তবে এই ধারণা হয়তো ভেঙে যেতে পারে ব্রেন্ট রিভেরার কর্মকাণ্ডে। মার্কিন এই নাগরিক তাঁর পোষা সারমেয়র জন্য ২৫ হাজার ডলারের বাড়ি বানিয়েছেন। অর্থাৎ ভারতীয় মুদ্রা হয় প্রায়ই ২০ লাখ টাকা খরচ করেছেন তিনি। একটি বাড়িতে যা থাকে, ঠিক তাই আছে ওই বাড়িতে। ব্রেন্টের সারমেয়র নাম চার্লি। এই সারমেয়র জন্য নির্মিত বাড়ির ওই ভিডিওতে দেখা গিয়েছে, এতে আলাদা শয়নকক্ষ রয়েছে সারমেয়র জন্য। রয়েছে বাড়ির পেছনে ফাঁকা জায়গা। লিভিং রুমে টেলিভিশনও রাখা হয়েছে। পাশে রয়েছে সোফা। সামনে টেবিলে রাখা হয়েছে খাবার। ওই টেলিভিশনে দেখা যাবে চার্লির প্রিয় ভিডিওগুলি। বাড়ির ভেতরটা অনেকটা ডুপ্লেক্স আদলে করা। এই লিভিং রুম থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় শয়নকক্ষে। বিছানার এক পাশে রাখা হয়েছে চার্লির কাপড়চোপড়, অন্য পাশে টেবিলে রাখা হয়েছে অ্যালার্ম ঘড়ি। বাড়ির সামনে রাখা হয়েছে অজস্র গাছ। ব্রেন্ট রিভেরা একজন জনপ্রিয় ইউটিউবার। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ২ কোটি ৬৬ লাখ। এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও জনপ্রিয় তিনি। নিয়মিত ভিডিও তৈরি করেন এসব সামাজ মাধ্যমের জন্য। চার্লির জন্মদিনকে এবার বিশেষভাবে উদযাপনের জন্য এ বাড়িটি তৈরি করেছেন। ব্রেন্ট। ভিডিওতে দেখা গিয়েছে, চার্লিকে যাতে আর একা থাকতে না হয়, সে জন্য একটি সঙ্গী সারমেয় আনা হয়েছে। এ ছাড়া ব্রেন্ট যখন কাজে ব্যস্ত থাকবেন সেই সময় চার্লি যাতে একাকীত্ব অনুভব না করে, সে জন্য একজন পেশাদার পোষা প্রাণী রক্ষণাবেক্ষণকারীকেও নিয়োগ দিয়েছেন তিনি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.