কর্মসংস্কৃতি ফেরাতে মন্ত্রীর ঝটিকা অফিস পরিদর্শন!!
অনলাইন প্রতিনিধি || সরকারি বিভিন্ন দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৫ঃ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে সার্কুলার জারি করে দিয়েছে মুখ্য সচিব। সুধাংশু দাস মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর অধীনে থাকা দপ্তরের অফিস গুলিতে ভিজিট করছেন। মঙ্গলবার আচমকা গোর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তর ভিজিট করেন তিনি। সকাল সোয়া এগারোটায় অফিসে গিয়ে তিনি দেখতে পান ৪ জন অনুপস্থিত। তার মধ্যে একজন গত তিন মাস ধরেই অফিসে নিয়মিতভাবে আসেন না। তাকে সাসপেনশন অর্ডার ধরাতে বলেন মন্ত্রী। পাশাপাশি বাকি তিনজনকে শোকজ করার জন্য নির্দেশ দিয়েছেন।