৭ জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন।
অনলাইন প্রতিনিধি || আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩তম ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন।তবে অধিবেশন কতদিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। বিএসি বৈঠকে তা চূড়ান্ত করা হবে।বৃহস্পতিবার মহাকরণে এই কথা জানান,খাদ্য ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।উল্লেখ্য, বাজেট অধিবেশন থেকেই ত্রিপুরা বিধানসভার যাবতীয় কাজকর্ম ‘পেপারলেস’ অর্থাৎ ই-বিধানসভা হতে চলেছে।এই ব্যাপারে আগামী ১২ জুন থেকে কর্মশালা শুরু হবে। বিধানসভার সকল সদস্যদের সামনে থাকবে বিশেষ ল্যাপটপ। মোদ্দা কথা কাগজের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে ডিজিটাল হবে বিধানসভা।