রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
ক্লুজনারের স্বপ্নের একাদশ, নেতৃত্বে শচীন তেণ্ডুলকর।
অনলাইন প্রতিনিধি || দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি অলরাউণ্ডার তথা টিসিএর চিফ কোচ ল্যান্স ক্লুজনার স্বপ্নের ক্রিকেট একাদশে অধিনায়ক হিসাবে মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন তেণ্ডুলকরকেই রাখলেন। তার স্বপ্নের একাদশে না রাখলেও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভারতের বিরাট কোহলিকে কিন্তু দ্বাদশ ব্যক্তি হিসাবে চেয়েছেন।নিজে সিলেকটর ভূমিকায় থাকার স্বপ্নের একাদশে সযত্নে নিজের নামটি কিন্তু সরিয়ে রেখেছেন।তার স্বপ্নের একাদশে শচীন ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার কিন্তু সুযোগ পায়নি।দলের ওপেনার হিসাবে অ্যাডম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন ছাড়া তিন নম্বরে ব্যাটার হিসাবে রাখলেন অসি প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। চার নম্বরে অধিনায়ক শচীন তেণ্ডুলকর, পাঁচ নম্বরে ওয়েস্ট ইণ্ডিসের চালর্স ব্রায়ান লারা, ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকার এ বি ডেভিলিয়াস, সাতে স্বদেশীয় জ্যাক ক্যালিস, আট ও নয় নম্বরে রাখেন দুই পাক ফাস্ট বোলার ওয়াসীম আক্রাম ও ওয়াকার ইউনিসকে। দশ নম্বরে অসি লেগী শ্যেন ওয়ার্নে, এগারো নম্বরে পাক স্পিড স্টার সোয়েব আক্তার। রিজার্ভ হিসাবে ১২ নম্বরে ব্যাটার বিরাট কোহলি।তাছাড়া রিজার্ভ পেস বোলার স্বদেশীয় অ্যালন ডোনাল্ড ও স্পিনার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। তার স্বপ্নের একাদশের কোচ বব উলমার। তবে ইচ্ছে থাকলেও স্বদেশীয় প্রাক্তন অধিনায়ক প্রয়াত হ্যান্সি ক্রোনিয়েকে এবং অসি অধিনায়ক স্টিভ ওয়াকে রাখতে না পারায় ক্ষমাও চেয়ে নেন।স্বপ্নের একাদশ : অ্যাডম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন, রিকি পন্টিং, শচীন তেণ্ডুলকর (অধিনায়ক), ব্রায়ান লারা,এ বি ডেভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, ওয়াসীম আক্রাম (সহ- অধিনায়ক)ঃ, শ্যেন ওয়ার্নে, ওয়াকার ইউনিস, সোয়েব আক্তার, বিরাট কোহলি, অ্যালন ডোনাল্ড, মুথাইয়া মুরলিধরন।কোচ বব উলমার।