স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী পুলিশের দ্বারস্হ!!
অনলাইন প্রতিনিধি || ছেলে সন্তানকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী। শুধু তাই নয়, অন্য একজন মহিলা নিয়ে থাকতে চায় স্বামী। ফলে নির্যাতিতা স্ত্রী সোনামুড়া থানার দ্বারস্থ হলেন। ঘটনা সোনামুড়া থানাধীন করালিয়া মুড়া এলাকায়। ছয় বছর আগে সোনামুড়ার করালিয়া মুড়া এলাকার বাসিন্দা আনামিয়ার ছেলে নবীর হোসেন সামাজিকভাবে বিয়ে করেন মেলাঘর গরুরবান্দ কাঠালিয়ামড়া এলাকার মহরম আলীর মেয়েকে। এই ছয় বৎসরে তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে জন্মায়। কিন্তু গত ছয় মাস ধরে স্বামী নবীর হোসেন সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগরের এক বিবাহিতা মহিলার প্রেমে পড়ে। গত কয়েকদিন আগে স্বামী নবীর হোসেন তার অবৈধ প্রেমিকাকে নিয়ে কেরেলা যাওয়ার পথে বিমানবন্দরে ধরা পড়ে। গত সপ্তাহে নবীর হুসেন তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন শুরু করে। বৃহস্পতিবার স্ত্রী কে বাড়ি থেকে বের করে দেয়।