বর্ষা প্রবেশ করলো রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা।
অনলাইন প্রতিনিধি || অবশেষে প্রতীক্ষার অবসান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে বর্ষার আগমন ঘটল শনিবার। বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিস এই ঘোষণা দিয়েছে এদিন। গত বৃহস্পতিবারই নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহের বেশি সময় পর কেরল দিয়ে দেশে বর্ষা প্রবেশ করেছিলো। এরপরে গন্তব্য ছিল বঙ্গোপসাগরের কিছু অংশ সহ পূর্বোত্তর। এদিন ত্রিপুরা সহ পূর্বোত্তরের কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করে। বর্ষা প্রবেশের সাথে সাথে রাজ্যজুড়ে বেশ বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত পর্যন্ত রাজধানীতে কখনও হাল্কা কখনও বা মাঝারি বৃষ্টিপাত জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ১৪ মিমি। অন্যদিকে একটি সতর্কতা জারি করে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সর্বত্র এই সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ধলাই, গোমতী জেলায় ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দক্ষিণ জেলার বিচ্ছিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।