ভারত – বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || সোমবার সাব্রুমের ফেনী নদীর তীরে,ভারতের অংশে বসে ভারত – বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে ভারতীয় দলের যৌথ নেতৃত্ব করছেন ত্রিপুরা পূর্ত দপ্তরের পানীয় জল বিভাগের চীফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্যামল ভৌমিক এবং পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের চীফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহিতোষ দাস। বাংলাদেশ টিমের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম ডিভিশনের অ্যাডিশনাল চীফ ইঞ্জিনিয়ার শিবেন্দু খাস্তগীর। এছাড়াও দুই দেশের একাধিক প্রতিনিধি রয়েছেন। এদিন সকালে বাংলাদেশের নদী কমিশনের প্রতিনিধি দলটি সাব্রুমের মৈত্রী সেতু দিয়েই পায়ে হেঁটে এপারে আসেন। তাঁদের স্বাগত জানান ভারতের প্রতিনিধি দলের আধিকারিকরা।