রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর বিশ্বাস রাখতে হবে : মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি || গোটা রাজ্যেই উন্নত স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান রাজ্য সরকার। এ লক্ষ্যে জেলাস্তরেও উন্নত পরিকাঠামো করা হচ্ছে। ক্রমান্বয়ে চাপ কমানো হচ্ছে বড় বড় হাসপাতালগুলির উপর থেকে। যার লক্ষ্যেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতাল পর্যন্ত সকল অংশের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সোমবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে এমনই বলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা । তিনি এদিন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর বিশ্বাস ও আস্থা রাখতে আহ্বান রাখেন ৷ তার মতে, এর ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নততর হতে পারে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের তুলনায় বর্তমানে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বিস্তর উন্নতি হয়েছে। আগে সামান্য অসুস্থ হলেই বাইরে গিয়ে চিকিৎসা করতে হত। কিন্তু বিগত কয়েক বছর ধরে বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। কারণ এখন রাজ্যের হাসপাতালগুলিতেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা মিলছে। জটিল সার্জারিও হাসপাতালগুলিতে হচ্ছে। নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সুফল পাবেন স্থানীয় মানুষ। এর পরিষেবা নেওয়ার পাশাপাশি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, রাজ্য সরকার আগামীদিনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি) থেকে শুরু করে জেলা হাসপাতাল পর্যন্ত সমস্ত হাসপাতালগুলি উন্নয়নের পরিকল্পনা করছে। উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। একইসাথে হাসপাতালগুলিতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল হচ্ছে মন্দিরের মতো। কাজেই একে ঠিকঠাক রাখার দায়িত্ব সবার। তাই একে আবর্জনা মুক্ত রেখে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে শামিল হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক, হিমানী দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ।