গুলীবিদ্ধ আমানতকারীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ।
অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গুলীবিদ্ধ হওয়ার ঘটনায় গুরুতর আহত আমানতকারীকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালত। বিগত ১ অক্টোবর, ২০১৯ সালে এইচএফডিসি ব্যাঙ্কে টাকা জমা করতে যান ব্যাঙ্কের দীর্ঘদিনের গ্রাহক অজয়কৃষ্ণ পাল। টাকা জমা দেওয়ার সময় ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের বন্দুক থেকে নির্গত গুলীতে ৬৫ বছরের ব্যবসায়ী গুরুতররকম আহত হন। বাঁ পায়ে ও ডান হাতে গুলীবিদ্ধ হয়ে ব্যাঙ্ক থেকে হাসপাতালে স্থানান্তরিত হতে হয় প্রবীণ আমানতকারীকে। পরবর্তীতে চেন্নাইস্থিত অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে হাত ও পা থেকে বুলেট বের করা হয়। এইচএফডিসি আগরতলা শাখা দুর্ঘটনার দায় এড়িয়ে প্রবীণ আমানতকারীকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়। এইচএফডিসি ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে অজয়কৃষ্ণ পাল পশ্চিম জেলা ক্রেতা আদালতে মামলা দায়ের করেন। আবেদনে বলা হয়, ব্যাঙ্কের অভ্যন্তরে আমানতকারীর সিকিউরিটি গার্ডের বন্দুকে গুলীবিদ্ধ হওয়ার ঘটনার দায় ব্যাঙ্কের উপর বর্তায় এবং আমানতকারীকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে ব্যাঙ্ক বাধ্য। কারণ গুলীবিদ্ধ হওয়ার ঘটনা ব্যাঙ্ক থেকে প্রাপ্য পরিষেবা নেওয়ার সময় ঘটেছে।পরিষেবা প্রাপক ও পরিষেবা প্রদানকারীর মধ্যে পারস্পরিক সম্পর্কজনিত পরিস্থিতিতে উদ্ভূত ঘটনার দায় ব্যাঙ্কের উপর বর্তায়।ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও সিকিউরিটি এজেন্সি ক্ষতিপূরণ প্রদানের দায় অস্বীকার করে।দু’তরফের শুনানিশেষে প্রদত্ত রায়ে ক্রেতা আদালত আবেদনকারী অজয়কৃষ্ণ পালকে ৪,৬৮,৭৩৬ টাকা ৭.৫% হারে সুদ সহ প্রদান করতে এইচএফডিসি আগরতলা শাখাকে নির্দেশ দিয়েছে।সুদ ১৯ ডিসেম্বর ২০১৯ থেকে দিতে হবে। আবেদনকারী ভোক্তার তরফে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ ও আইনজীবী কৌশিক নাথ ৷ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গুলীবিদ্ধ হয়ে অজয়কৃষ্ণ পাল এখনও সুস্থভাবে চলাফেরা করতে পারেন না ৷