সি ডিভিশন লীগ ফুটবল, অভিষেক ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু ইকফাইর।
অনলাইন প্রতিনিধি || জয় দিয়েই ঘরোয়া সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল আসরে অভিযান শুরু করলো ইকফাই এফসি। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইকফাই এফসি ২-১ গোলে বিলোনীয়ার ওরিয়েন্টাল ক্লাবকে হারায়। তবে ম্যাচ হারলেও ওরিয়েন্টাল ক্লাব কিন্তু খুব একটা খারাপ ফুটবল খেলেনি এ দিন। দুর্ভাগ্য, পেনাল্টি হাতছাড়া না হলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো। তবে সি ডিভিশনে এবার নবাগত এই দুটো টিমই উদ্বোধনী ম্যাচে চমৎকার ফুটবল খেলা উপহার দিল তা বলা যায়। ম্যাচে ইকফাই ফুটবল ক্লাবের পক্ষে নিতাই সরকার ও সচলাং জমাতিয়া গোল করেন। অন্যদিকে ওরিয়েন্টাল ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন প্রণয়ন দত্ত। উমাকান্ত মাঠে এদিন সি ডিভিশন লীগ ফুটবলের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।ছিলেন টিএফএর সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী প্রমুখ।এ দিন নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না হওয়ায় খেলা শেষ হতে প্রায় অন্ধকার হয়ে যায়। আলোর খানিকটা অভাব দেখা যায় শেষদিকে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা না গেলে পরে সমস্যা তৈরি হতে পারে। ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে সিঙ্গল লীগ- ভিত্তিতে খেলানো হচ্ছে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে পরবর্তী সময় ফাইনাল হবে।যেখানে চ্যাম্পিয়ন ও রানার্স দুটো টিম আগামী বছর বি ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে।১২টি টিমের মধ্যে এবার নতুন টিম রয়েছে তিনটি। আরেকটি হলো জম্পুইজলা প্লে সেন্টার।এ দিন নবাগত দুই টিম ইকফাই এফসি ও ওরিয়েন্টাল ক্লাব উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়। প্রথম থেকেই দুটো টিম যথেষ্ট ভালো এবং অ্যাটাকিং ফুটবল খেলে গেছে। এর মধ্যে ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচে প্রথম গোল করে নেয় ইকফাই এফসি।দুরন্ত শটে গোল করে নিতাই সরকার।৩০ মিনিটে গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিল ওরিয়েন্টাল ক্লাব। তবে ফাঁকা বক্সে বল পেয়েও গোল করতে পারেনি তারা। একইভাবে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করে ওরিয়েন্টাল ক্লাব। পেনাল্টি থেকে শিবশংকর জমাতিয়ার নেওয়া শট বল পোস্টের বাইরে চলে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ইকফাই এফসি।পেনাল্টি থেকে গোল করে সচলং জমাতিয়া।২-০ গোলে এগিয়ে যায় ইকফাই টিম। শেষে ৭২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনে ওরিয়েন্টাল ক্লাব।গোল করেন প্রণয়ন দত্ত। ম্যাচের বাকি সময় দুদলের মধ্যে তীব্র লড়াই চলে। তবে কোনও দলই আর গোল করতে পারেনি। রেফারি বিশ্বজিৎ দাস।