লক্ষ্য লোকসভা ভোট, রাজ্যে এলেন নাড্ডা, আজ সমাবেশ শান্তিরবাজারে।
অনলাইন প্রতিনিধি || শান্তিরবাজারে সমাবেশ দিয়ে শনিবার রাজ্যে লোকসভার প্রচারের আনুষ্ঠানিক সূচনা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যার লক্ষ্যে শুক্রবার রাতেই রাজ্যে পা রেখেছেন নাড্ডা। শনিবার সকাল এগারোটায় শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই প্রদেশ বিজেপির তরফে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিজেপি সুপ্রিমোর রাজ্য সফরকে কেন্দ্র করে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সংযোজক সম্বিত পাত্রার
পৌরোহিত্যেও এ দিন প্রস্তুতি বৈঠক হয়ে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের নয় বছর পূর্তিকে কেন্দ্র করে তিনি রাজ্যে পা রাখলেও সাংগঠনিক বেশ কিছু বিষয়েও তিনি দিশা দিয়ে যাবেন।শীর্ষ নেতৃত্বের সাথে রাজ্য সংগঠনের হালচাল নিয়ে তার কথাবার্তা হবে।ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়েও শ্রীনাড্ডা সুস্পষ্ট বার্তা দেবেন বলেও জানা গেছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ সংগঠনের কাঠামো মজবুত করার লক্ষ্যেও তার এই ঝটিকা সফর। যতদূর জানা গেছে, সংগঠন মজবুত করার লক্ষ্যে তিনি সম্ভাব্য সব বিয়ে আলোকপাত করবেন। শনিবার সমাবেশে যাওয়ার আগে শ্রীনাড্ডা আগরতলায় সমাজের দুই বিশিষ্ট ব্যক্তির বাড়িতে জনসংযোগে যাবেন। সংক্ষিপ্ত এই কর্মসূচি শেষ করেই তিনি সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন। পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত শান্তিরবাজারে তার সমাবেশ হলেও পূর্ব ত্রিপুরা আসনের বেশ কিছু সংখ্যক বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকরা নাড্ডার সমাবেশে যোগ দেবেন। সিপাহিজলা, গোমতী এবং দক্ষিণ জেলার কর্মী সমর্থকরাই মূলত যোগ দেবেন নাড্ডার সমাবেশে।প্ৰদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসক দলের শীর্ষ নেতৃত্ব মাঠের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। ত্রিশ হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির।এদিন রাতে এমবিবি বিমানবন্দরে শ্রীনাড্ডাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ সহ প্রদেশ বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ দিন রাতে প্রদেশ শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকও করেন শ্রীনাড্ডা। শনিবার সমাবেশ শেষ করেই তিনি রাজ্য ত্যাগ করবেন।