পরিষেবা ঠিক না করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নয় শুনানিতে ভোক্তারা।
অনলাইন প্রতিনিধি || মাশুল বৃদ্ধির আগে রাজ্য বিদ্যুৎ নিগমের পরিষেবা বৃদ্ধির দাবি উঠেছে। শুক্রবার রাজ্য বিদ্যুৎ নিগমের মাশুল বৃদ্ধির আবেদন নিয়ে করা শুনানির সময় এই দাবি উঠেছে। ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের উদ্যোগে আয়োজিত শুনানি হয় মাশুল বৃদ্ধি নিয়ে। রাজ্যের রাজধানী শহর আগরতলার উত্তর বনমালীপুরস্থিত ভুতুড়িয়ায় এই শুনানিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।এর মধ্যে আগরতলার মধ্যাংশের এক বনেদি পরিবারের প্রতিনিধি ও রয়েছেন। এছাড়া শুনানিতে যথারীতি অংশ নিয়েছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। শুনানিতে বিভিন্ন তরফে বিদ্যুৎ মানুষ বৃদ্ধি নিয়ে ঘোর আপত্তির কথা তুলে ধরা হয়েছে। শুনানিতে রাজ্য বিদ্যুৎ নিগম কোনও বক্তব্য জানায়নি। নিগমের তরফে লিখিত বক্তব্য কমিশনকে জানিয়ে দেওয়া হবে বলে শুনানির সময় উল্লেখ করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগমের তরফে মাশুল বৃদ্ধি নিয়ে কমিশনের কাছে আবেদন করা হয়েছে। মোট চুয়াল্লিশ পাতার লিখিত বক্তব্যে নিগমের তরফে এ নিয়ে নানা তথ্য ও যুক্তির জাল তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ২০১৪ সালের পর রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়নি।এর মধ্যে গত প্রায় দশ বছরে বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ এবং সরবরাহ খরচ বেড়েছে হু হু করে। ফলে নিগমের পক্ষে খরচ সামাল দেওয়া দায় হয়ে পড়েছে। এ অবস্থায় বিদ্যুৎ মাশুল অন্তত ৫০ শতাংশ বাড়ানো ছাড়া বিকল্প উপায় নেই বলে কমিশনকে জানায় নিগম। নিগম ও কমিশন সূত্রে প্রাপ্ত খবর অন্তত এমনই। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন দাবি, আপত্তি জানানোর সুযোগ দেয় ৷এই প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার। এ দিন ভোক্তাদের তরফে শুনানিতে অংশগ্রহণ করে সর্বশেষ মাশুল বৃদ্ধি নিয়ে আপত্তি তুলে ধরা হয়। এর আগে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের তরফে লিখিতভাবে মাশুল বৃদ্ধির বিরুদ্ধে একুশ দফা বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশনের কাছে দাখিল করা হয়েছে হলফনামা। এর মাধ্যমে অ্যাসোর তরফে নিগমের মাশুল বৃদ্ধিজনিত বক্তব্য খণ্ডন করা হয়েছে। দেওয়া হয়েছে পাল্টা তথ্য ও যুক্তি। এখন এই যুক্তি তথ্য খণ্ডনের পালা রাজ্য বিদ্যুৎ নিগমের। নিগম লিখিতভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনকে জানাবে সর্বশেষ বক্তব্য। তারপর সবকিছু বিচার বিবেচনা করে কমিশন বিদ্যুৎ মাশুল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতত কনজিউমার্স অ্যাসো শুনানিতে তুলে ধরা অন্যদের বক্তব্যে নিগম ধাক্কা খেয়েছে বলে খবর।