বৃষ্টিতে সমস্যায় রাজ্য দলগুলির প্রস্তুতি ক্যাম্প।

 বৃষ্টিতে সমস্যায় রাজ্য দলগুলির প্রস্তুতি ক্যাম্প।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ভরা বর্ষায় ইন্ডোর হলই এখন যেন প্র্যাকটিসের বড় ভরসা টিসিএর। এই সময়ে বোর্ডের জাতীয় ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে টিসিএর উদ্যোগে অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেট ও অনূর্ধ্ব উনিশ জুনিয়র পুরুষ ক্রিকেটের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প চলছে।কিন্তু বৃষ্টির জন্য মাঠে নেট প্র্যাকটিস বা ফিল্ডিং কোনটাই সম্ভব হচ্ছে না। তাই অগত্যা ভরসা এখন সমীরণ স্মৃতি ইন্ডোর হলই।আজ সকালে অনূর্ধ্ব উনিশ জুনিয়র ক্রিকেটাররা ইন্ডোর হলে নেট প্র্যাকটিস করে। সকাল আটটা থেকে বেলা সাড়ে বারোটা। জুনিয়র ক্রিকেট দলের প্র্যাকটিস শেষ হতেই অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটাররা ইন্ডোরে নেট প্র্যাকটিসে ডুবে যায়। অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটের এই নেট প্র্যাকটিস আগামী একুশ জুন পর্যন্ত চলবে। পরে বাইশ, তেইশ, চব্বিশ ও পঁচিশ জুন পিটিএ মাঠে হবে চারটি প্রস্তুতি ম্যাচ। এদিকে,অনূর্ধ্ব উনিশ জুনিয়র ক্যাম্পের ক্রিকেটারদের চারটি গ্রুপে ভাগ করে নেট সেশন হলেও বৃষ্টির জন্য এখন ঠিক হয়নি কয়টি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। এমনকি কবে থেকে প্রস্তুতি ম্যাচগুলি খেলা হবে। কোচদের একটাই কথা, বৃষ্টি না থামলে প্রস্তুতি ম্যাচ করা নিয়ে কোনও কিছুই বলা যাচ্ছে না। অর্থাৎ ম্যাচ করার সব কিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর। আর আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এরকমই নেট প্র্যাকটিস চলবে ইন্ডোর হলে। উল্লেখ্য, এর আগে অনূর্ধ্ব উনিশ জুনিয়র ক্রিকেট ক্যাম্পে মোট ছয়টি প্রস্তুতি ম্যাচ হয়েছিল। তিনটি ধর্মনগরে এবং তিনটি মেলাঘরে। এবার নতুন বাহান্নজনকে নিয়েও এই ধরনের প্রস্তুতি ম্যাচ করার পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সব কিছুই অনিশ্চিত হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যা ঠিক আছে তাহলো দুটি ক্যাম্প থেকে প্লেয়ার বাছাই করে জাতীয় টুর্নামেন্টের জন্য রাজ্যদল গঠনের মূল ক্যাম্প হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.