পুলিশ বনাম বিজেপি’র কাজিয়ায় উত্তপ্ত নূতনবাজার!!
অনলাইন প্রতিনিধি || পুলিশ বনাম শাসকদলের বুথ সভাপতির কাজিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নূতন বাজার। থানার পুলিশ অফিসারকে অপসারণের দাবিতে বুধবার সকাল থেকেই নূতনবাজার বাঙালি পাড়া এলাকায় বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ নূতন বাজার থানার পুলিশ অফিসার সন্দীপন দেব মঙ্গলবার গভীর রাতে তাবিদা পাড়া এলাকায় শাসক দলের বুথ সভাপতি সুখধন চাকমাকে ঘুমন্ত অবস্থায় মারধর করেছে। যার প্রতিবাদে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ থানা ঘেরাও করে তাবিদা পাড়ার লোকজন। বিক্ষুব্ধরা থানায় হামলা চালায়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা সহ থানার বিভিন্ন আসবাবপত্র। বুধবার ভোর পাঁচটা নাগাদ বিক্ষুব্ধরা সংঘবদ্ধ হয়ে শাসকদলের পতাকা নিয়ে নূতন বাজার ইট ভাট্টা সংলগ্ন বাইপাস রাস্তার মুখে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ থেকে পুলিশ অফিসার সন্দীপন দেবের অপসারণের দাবি উঠে। এদিকে পুলিশের মার খেয়ে শাসকদলের বুথ সভাপতি সুখধন চাকমা ও উনার স্ত্রী শান্তি চাকমা নূতন বাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।