বিজয় মার্চেন্ট ট্রফি, এবার কঠিন গ্রুপেই ত্রিপুরা চ্যালেঞ্জ রাজর্ষি, পল্লবের।

 বিজয় মার্চেন্ট ট্রফি, এবার কঠিন গ্রুপেই ত্রিপুরা চ্যালেঞ্জ রাজর্ষি, পল্লবের।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির তিনদিবসীয় ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টে এ বছর রাজ্যদল রীতিমতো কঠিন গ্রুপেই।গ্রুপে শক্তিশালী দলগুলির মধ্যে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও বিদর্ভের মতো দলগুলিও রয়েছে। গত বছর মার্চেন্ট ট্রফিতে রাজ্যদল ৫ ম্যাচের মধ্যে একটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করেছিল। বাকি তিনটিতেই পরাজিত হয়েছিল। গুজরাটের সুরাটে গত বছর মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরা তাদের সব কয়টি ম্যাচ খেলেছিল। পরিসংখ্যান বলছে, গত বছর রাজ্যদল সিকিমের বিরুদ্ধে বড় জয় পায়। পূর্বোত্তরের ওড়িশার সঙ্গে লিড হাতছাড়া করে ম্যাচে ড্র করে। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও আসামের কাছে রাজ্যদল পরাজিত হয়েছিল। এবার কিন্তু এক ওড়িশা ছাড়া গ্রুপের বাকি চার দলই রীতিমতো শক্তিশালী। এ বারের বিজয় মার্চেন্ট ট্রফি প্লেট ও এলিট উভয় গ্রুপের খেলাগুলি ১লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা প্লেট ‘ডি’ গ্রুপে খেলবে। জানা গেছে, ডিসেম্বরে টুর্নামেন্ট হওয়ায় টিসিএ কিছুটা সময় নিচ্ছে প্রস্তুতি ক্যাম্পের জন্য। এক সূত্রে জানা গেছে, প্রস্তুতি ক্যাম্পে এ বছর ৭০-৮০ জনকে ডাকা হতে পারে। গত বছরের মার্চেন্ট ট্রফিতে খেলা ১১ জন ক্রিকেটার ক্যাম্পে ডাক পাবে। এছাড়া অনূর্ধ্ব ১৫ স্টেট মিট ও অনূর্ধ্ব ১৫ সদর ক্রিকেট টুর্নামেন্টে ভালো খেলা ক্রিকেটাররা ডাক পাবে। একই সঙ্গে রাজ্যব্যাপী প্রতিভা অন্বেষণের ক্যাম্পে আসা কিছু বাছাইকৃত প্রতিভাবানরাও থাকবে। টিসিএর এক সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তুতি ক্যাম্প ডাকা হবে। হয়তো বৃষ্টির জন্য প্রস্তুতি ক্যাম্প শুরুর জন্য সময় নেওয়া হচ্ছে। এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেটারদের ডাকার পরই এবারের মার্চেন্ট ট্রফির জন্য বহি:রাজ্যের কোচদের ডাকা হবে।এ বছর বিজয় মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরার চিফ কোচের দায়িত্বে থাকবেন রাজ্যের প্রাক্তন রঞ্জি তারকা বর্তমানে ইংল্যাণ্ডে কোচিংয়ে ব্যস্ত রাজর্ষি রায় চৌধুরী। তার সঙ্গে সহকারী কোচের দায়িত্বে থাকবেন রাজ্যেরই প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইর লেভেল টু কোচ ড. পল্লব দাসগুপ্ত। এ বছর ১লা ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডের রাঁচি বা জামশেদপুরে শুরু হবে অনুর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরা গ্রুপের ম্যাচগুলি।চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এখন দেখার বিষয় একটাই – নতুন – কোচদের তত্ত্বাবধানে এ বছর বিজয় মার্চেন্ট ট্রফিতে রাজ্যদল কী ফলাফল করে। তবে এবার কিন্তু সিকিমের মতো দুর্বল দল নেই।পরিচিত বলতে একমাত্র ওড়িশাই রয়েছে। তাই রেজাল্ট করতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে।গত বছর বহি:রাজ্যের চিফ কোচ গৌতম সোমের তত্ত্বাবধানে দল তৈরি হলেও সহকারী হিসাবে টিসিএর কোচেরা ছিলেন। তবে এবার রাজ্যের প্রাক্তন রঞ্জি তারকা রাজর্ষি রায় চৌধুরী ও ড. পল্লব দাসগুপ্তরা কঠিন গ্রুপে দলকে কতটা সাফল্যের মুখ দেখাতে পারেন তাই দেখার। তাছাড়া রাজর্ষি ও পল্লব দুজনের জন্যও এটা বড় চ্যালেঞ্জিং হবে।দুজনই প্রথমবার বোর্ডের কোনও টুর্নামেন্টে রাজ্যের কোচ হিসাবে কাজ করতে চলেছেন।তবে যেহেতু হাতে বেশ ভালো সময় থাকছে তাই ধরা যায় প্রস্তুতির জন্য কোচেরা বেশ ভালো সময়ই পাচ্ছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.