অনুর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেটের প্রতি ম্যাচ, এঞ্জেল, সায়ন্তিকার ব্যাটে রান, জয় পেলো পেলো টিম বি।
অনলাইন প্রতিনিধি || অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটারদের প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে রান পেলো এঞ্জেল পাল (৪১), সায়ন্তিকা নম: দাস (২৫)। তবে বাকি ব্যাটাররা কিন্তু তেমন একটা নজর কাড়তে পারেনি। বোলিংয়ে খাপাং ত্রিপুরা ও রেবিকা নোয়াতিয়া খানিকটা সাফল্য পেয়েছে। বোর্ডের অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেটকে সামনে রেখে টিসিএর রাজ্যদল গঠনের প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা আজ নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলে। ব্যাটে এঞ্জেল পাল (৪১), সায়ন্তিকা নম: দাস (২৫) ছাড়া বাকিরা ব্যাট হাতে প্রথম প্রস্তুতি ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে অতিরিক্ত রান দুদলের সংগৃহীত স্কোরকে মোটামুটি ভদ্রস্থ করতে দারুণ সহায়তা করে।তবে প্রথম প্রস্তুতি ম্যাচে টিম বি দুই উইকেটের জয় পায়।টিম বির সংগৃহীত ১৪৩/৮ রানের মধ্যে অতিরিক্ত ছিল ৭৩। যার মধ্যে ৫৫ রানই আসে ওয়াইড বল থেকে। অন্যদিকে, টিম এর সংগৃহীত ১৪২/৬ রানের মধ্যে ৭৩ রান ছিল অতিরিক্ত। ওয়াইড বল থেকে আসে ৩৮। যার অর্থ প্রথম ম্যাচে অতিরিক্ত রান বাবদই আসে ১৪৬ রান। মোট রান দুদলের ২৮৩। যার অর্ধেক অতিরিক্ত। যার অর্থ বোলাররা প্রথম ম্যাচে নিজেদের বোলিংয়ের লাইন লেংথ ঠিক রাখতে পারেনি। তবে আগামীকালও একটি প্রস্তুতি ম্যাচ হবে।দেখা যাক আগামীকালের ম্যাচে বোলাররা ঠিক জায়গায় বল ফেলতে পারে কি না।এদিকে, প্রথম ম্যাচে নেমে বোলাররা ফিল্ডিং পজিশন সাজাতে কিছুটা সমস্যায় পড়লেও পরে তা ঠিক করে নেয়। অবশ্য প্রথমবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে খেলতে নেমে স্বাভাবিকভাবেই অনূর্ধ্ব পনেরো মেয়েরা কিছুটা ভয়েই ছিল। তবে ম্যাচ যত গড়ায় তাতে সবাই থিতু হয়ে যায়।
এদিকে, সায়ন্তিকা নম: দাস, এঞ্জেল পালরা ভালো খেলে। অন্যরা হয়তো প্রথম ম্যাচে রান পায়নি। আগামীকাল ঠিক রান পাবে বলেই কোচদের বক্তব্য।এ দিন টিম এ প্রথম ব্যাট করতে নেমে সায়ন্তিকা নম: দাস ও দিয়া দাস জুটি ৮৯ মিনিট ক্রিজে থেকে ৬৭ রান করে। দিয়া দাস ৬৫ বল খেললেও রান তুলতে পারেনি। সায়ন্তিকা ৫৭ বলে ২৫ রান করতে একটি চার মারে। পরেরদিকে অনুভা পাল ১২ (২৩) ও অভিজ্ঞা বর্ধন ১১ (৩০) রান পেলে ও অন্যরা ব্যর্থ হয়। অতিরিক্ত ৭৩ রান সুবাদে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৪২ রান করে। রেবিকা নোয়াতিয়া ১৮ রানে দুই উইকেট নেয়।ম্যাচ জেতার জন্য দরকার ৩৫ ওভারে ১৪৩ রান। এ লক্ষ্যকে তাড়া করতে নেমে ৩৭ রানে চার উইকেট হারিয়ে বসে টিম বি। এরপর এঞ্জেল পাল ৪১ (৬৮) ও অনুষ্কা শীল ১০ (২৭) মিলে স্কোর ৯৯/৫ টেনে তোলে। এক সময় ১১৭/৮ হলে দেবী দাস (১১) ও অস্মিতা (০) মিলে দলকে ১৪৩/৮ জয়ে পৌঁছে দেয়। ২৮.২ ওভার খেলে টিম বি। অতিরিক্ত রান ছিল ৭৩। যার মধ্যে ওয়াইড থেকেই আসে ৫৫ রান।