মিশন পাটলিপুত্র।
২৩ জুন শুক্রবার দিনটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবরদস্ত ভাষণ নিয়ে দেশ-দুনিয়ায় তুমুল চর্চা চলছিল। অন্যদিকে চলছিল আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতা থেকে সরাতে পাটলিপুত্রে তামাম মোদিবিরোধী দলের নেতা নেত্রীদের রণকৌশল তৈরিতে বৈঠক। একদিকে প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে
উচ্ছ্বাস। ভারতকে ‘বিশ্বগুরু’ হিসাবে প্রতিষ্ঠার লড়াই। অন্যদিকে, মোদির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে একযোগে বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের সলতে পাকানোর প্রয়াস।এটাই মহান গণতন্ত্রের মহিমা। মহান গণতন্ত্রে এর থেকে সুন্দর উদাহরণ আর কী হতে পারে ? ২০২৪ বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বিরোধীরা।বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আহ্বানে শুক্রবার বিরোধী দলগুলির বৈঠকে অনুষ্ঠিত হয়েছে পাটনায়। বৈঠকে যোগ দিয়েছেন ১৭টি অ-বিজেপিরাজনৈতিক দলের প্রায় ৩০জন নেতা-নেত্রী। বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও যোগ দিয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী,দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, এনসিপি নেতা শারদ পাওয়ার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, সমাজবাদী নেতা অখিলেশ যাদব,মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরে, ওমর আবদুল্লা, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শারদ কন্যা সুপ্রিয়া সুলে, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। পাটলিপুত্রে মোদি বিরোধীদের মেগা বৈঠক চলেছে প্রায় সাড়ে তিন ঘন্টা। বৈঠকশেষে সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী জোটের নেতৃত্বরা। নীতীশ কুমার বলেছেন, আগামীদিনে আমরা একসঙ্গে লড়াই করবো। সর্বসম্মতিক্রমে তা ঠিক করা হয়েছে।এ ব্যাপারে সিমলায় আরও একটি বৈঠক হবে আগামী জুলাই মাসে। সেই বৈঠক ডাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি খাড়গে বলেছেন, সব রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নয়। তাই এ নিয়ে আমাদের স্ট্র্যাটেজি করতে হবে। আরও একটি বৈঠকের প্রয়োজন রয়েছে। রাহুল গান্ধী বলেছেন, ভারতের গণতান্ত্রিক বুনোটে আক্রমণ করছে বিজেপি। আমাদের প্রত্যেকের মতবাদ রক্ষা করেই আগামী দিনে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো। মহাজোট তৈরি হওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তা ধীরে ধীরে সম্পন্ন হবে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, দিল্লীতে আমরা অনেক মিটিং করেছি কিন্তু ভালো ফল হয়নি। তাই পাটনা থেকে শুভারম্ভ। আমরা সবাই এক।আমরা একসাথে লড়বো। আরও কয়েকজনও বক্তব্য রেখেছেন। কিন্তু সকলের বক্তব্যের মূল নির্যাস হচ্ছে, বিরোধীরা একজোট হয়ে লড়াই করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই কোন্ অঙ্কে ? কেউই কিন্তু এদিন খোলসা করলেন না। ফলে বিরোধী জোটের বৈঠক ঘিরে ধোঁয়াশা কিন্তু থেকেই গেল।এরই মধ্যে পাটলিপুত্রে বিরোধীদের এই মিশনকে ‘ফটোসেশন’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, বৈঠকের আগাগোড়া একতার যে সুর ছিলো, দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জন্য সেই সুর অনেকটাই কেটে যায় বলে খবরে প্রকাশ। কেজরিওয়াল চান দিল্লীর আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্সের বিরোধিতায় কংগ্রেস স্পষ্ট ভূমিকা নিক, যাতে সংসদে বিলটি পাস হতে না পারে। ফলে শেষ পর্যন্ত কেজরিওয়াল এই জোটে থাকবেন কিনা এখনই গ্যারান্টি দিয়ে কিছু বলা যাচ্ছে না।তাছাড়া, যযার যেখানে শক্তি বেশি এবং একের বিরুদ্ধে এক–এই অঙ্কে বিজেপির বিরুদ্ধে লড়াই করার যে দাবি করা হচ্ছে তা আদৌ কতটা সম্ভব ?এই মূল প্রশ্নের জবাব কিন্তু এখনও পাওয়া যায়নি।এব্দক্ষত্রে একটা উদাহরণই যথেষ্ট। যেমন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কি বাম ও কংগ্রেসকে আসন ছেড়ে দেবেন? দিলে কাকে কতটা দেবেন ? বাম-কংগ্রেস তাতে সন্তুষ্ট থাকবে তো? প্রায় প্রতিটি রাজ্যেই তো একই পরিস্থিতি। ইতিমধ্যে বিজেপি সুর চড়িয়েছে, রাজ্যে কুস্তি পাটলিপুত্রে দোস্তি। দেশের জনগণ রাজনৈতিক মতাদর্শের এমন জঘন্য পরিণতি মেনে নেবে কিনা সেটা অবশ্য সময়ই বলবে। আপাতত ‘মিশন পাটলিপুত্র’ সফল, এই দাবি করাই যায়।