মাটি চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু! গুরুতর আহত এক!!
মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর। গুরুতর আহত আরেক শিশু বর্তমানে চিকিৎসাধীন। ঘটনা, রবিবার কাকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ লালটিলায়। বাড়ির পাশের একটি খালি জায়গাতে পাঁচজন শিশু খেলা করছিল। ওই সময় হঠাৎ করে উপর থেকে মাটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে দুজন শিশু মাঠে চাপা পড়ে। এতে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেক শিশুকে এলাকাবাসী উদ্ধার করে কাঁকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ, উদ্ধারকার্য চালাতে অনেক দেরি হয়ে গেছে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।