বিকল্প ব্যবস্হা না করে উচ্ছেদের উদ্যোগ ঘিরে আতঙ্ক!!
গরিব ছোট ছোট দোকানদার।এই ছোট দোকান গুলিই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। সেই মানুষ গুলোকে বিকল্প কোনও ব্যবস্হা না করেই উচ্ছেদের উদ্যোগ নিয়েছে কৈলাসহর মহকুমা প্রশাসন। কৈলাসহর জেলা হাসপাতালের সামনে বাইশটি দোকান ঘর ভেঙ্গে দেওয়ার মাইকিং করা হয়েছে শনিবার। সেই মাইকিং ঘিরেই হাসপাতালের সামনে দোকানদারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তাদের বক্তব্য, সরকারি সিদ্ধান্তে কোনও আপত্তি নেই, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য সরকার ও প্রশাসন বিকল্প একটা ব্যবস্হা করে দিক। যাতে তারা পরিবার নিয়ে জীবন চালাতে পারে।