অবরুদ্ধ নগরী অমরপুর!!!
বেহাল সড়ক সংস্কারের দাবীতে অবরুদ্ধ নগরীতে পরিনত হয়েছে অমরপুর। অমরপুরের সাথে সংযোগ রক্ষাকারী তিনটি সড়কের মধ্যে অমরপুর-উদয়পুর সড়কের মকরাই বাড়ি রাস্তার মুখে,অমরপুর-অম্পিনগর- তৈদু ভায়া তেলিয়ামুড়া সড়কের রাঙ্গামাটি পাকা সেতুর উপর এবং অমরপুর-নতুন বাজার,যতনবাড়ি ভায়া করবুক শিলাছড়ি সড়ক এবং অমরপুর- গন্ডাছড়া ভায়া রইষ্যাবাড়ি সড়কের টাউন রাংকাং এ শাসকদলের শ্রমিক সংগঠন বিএমএস সমর্থক মোটর শ্রমিকরা সোমবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে। এতে গোটা মহকুমা স্তব্ধ হয়ে পড়ে। জন দুর্ভোগ চরমে উঠে। সকাল থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে, ছাত্র ছাত্রী, কর্মচারী সবই আটকে পড়ে। খবর নিয়ে জানা গেছে, সকাল এগারোটা নাগাদ আপাতত বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।