রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
৩৭০ ধারা সুপ্রিম কোর্টে শুনানি ১১ই।
প্রায় ৪ বছর কেটে গিয়েছে জম্মু – কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার । রাজ্যের মর্যাদাও হারিয়েছে জম্মু- কাশ্মীর। এত বছর পর কেন্দ্রীয় সরকারের ওই বিতর্কিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জমা করা একগুচ্ছ আবেদনের উপর ১১ জুলাই শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রধান করে গঠিত পাঁচ বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে জারি করা এক নোটিশে বলা হয় ওই তারিখে পাঁচ সদস্যকে বেঞ্চ আবেদনগুলো শুনবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন। অন্যান্য বিচারপতিরা হলেন সঞ্জয় কিষান কৌল, সঞ্জীব খান্না, বি আর গাভাই এবং সূর্যকান্ত। আবেদনগুলোর মধ্যে একটি জমা করেছেন আইএএস আধিকারিক শাহ ফয়জল। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার পর এক বছরেরও বেশি সময় ধরে আটক করে রাখা হয়েছিল শাহ ফয়জলকে। ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক শাহ ফয়জল হলেন প্রথম কাশ্মীরি যিনি সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ২০১৯ সালের জানুয়ারী মাসে চাকরি থেকে ইস্তফা দিয়ে জম্মু-কাশ্মীর পিপলস্ মুভমেন্ট নামক একটি রাজনৈতিক আন্দোলন শুরু করেন তিনি। সরকার তার ইস্তফা গ্রহণ করেনি এবং পেশায় চিকিৎসক ফয়জলকে পরবর্তী সময় কেন্দ্রীয় সাংস্কৃতি মন্ত্রকে পোস্টিং দেওয়া হয়।৩৭০ধারা বাতিলের বিরুদ্ধে আবেদনকারীদের মধ্যে তিনিও একজন।২০১৯ সালের ৫ আগষ্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখ নামক দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯ এবং ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারপর অনেক আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে।