মাকে খুন করে ঘরেই মাটি চাপা দিয়ে রাখলো পুত্র!!
মাকে খুন করে ঘরেই মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর অরুন্ধতী নগর তাতিপাড়া এলাকায়। পুত্রের নাম আশীষ সাহা। পুত্রের বক্তব্য, মা সোমবার রাতে মারা গেছে। মায়ের ইচ্ছা অনুসারে ঘরের মধ্যেই মাটি চাপা দিয়ে রেখেছে। অথচ মায়ের মৃত্যুর খবর পাড়া প্রতিবেশী কাউকে জানায়নি। পাশের বাড়ির লোকজনও জানে না। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় এলাকার কয়েকজন তার বাড়িতে গিয়ে জানতে চায়, তাঁর মা কোথায়? তখন সে বলে তাঁর মা নাকি মাসীর বাড়িতে গেছে। অথচ আশীষের মা চলাফেরা করতে পারেনা। এরপর চাপ দিতেই আসল ঘটনা বেড়িয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও ছুটে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।