পুলিশের জালে ৩১ জনের নাগর প্রেমিক!!
কথায় আছে সাত দিন চোরের একদিন গৃহস্তের। অবশেষে পুলিশের জালে একইসাথে ৩১ জন মহিলার নাগর প্রেমিক বাচ্চু মিয়া ওরফে ইমরান হোসেন। বাড়ি, মহারানীর হিরাপুর গ্রামে।এদিন রাধা কিশোর পুর থানায় নিয়ে প্রেমিক প্রতারক বাচ্চুমিয়ার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক খুলে দেখা যায় একাধিক মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে তার। ভিন্ন ভিন্ন এলাকার মেয়েদের সাথে ভিন্ন পরিচয় দিয়ে প্রেমের জালে ফেলে প্রতারনা করছে সে। সাথে দিচ্ছে বিয়ের প্রলোভন। ব্যাঙ্গালোর গিয়ে জাল কাগজ বানিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই পর্যন্ত বেশ কয়েক জনের কাছ থেকে ব্যাঙ্গালোরে চাকরি দেবার নাম করে ভাল অংকের টাকা সংগ্ৰহ করেছে সে। আর বেশির ভাগ টাকাই তার দ্বিতীয় স্ত্রী খদেজা বেগমের একাউন্টের মাধ্যমেই করেছেন। এই পর্যন্ত ত্রিশ জনের অধিক মেয়ে মহিলা কে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে বাচ্চু। ৩১ নম্বর প্রেম করতে গিয়ে ধরা পড়লো পুলিশের জালে।