টিইএস পরীক্ষা বাতিলের নির্দেশ।
অনলাইন প্রতিনিধি || টিপিএসসি পরিচালিত ত্রিপুরা ইঞ্জিনীয়ারিং সার্ভিস পরীক্ষার বর্তমান যাবতীয় প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিল পূর্ত দপ্তর। সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই পরীক্ষাসহ সমস্ত ধরনের পরীক্ষায় পিআরটিসি বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। কিন্তু এরই মধ্যে আগামী ১৬ জুলাই টিইএস পরীক্ষা হবে বলে টিপিএসসি প্রতিযোগীদের রোল নম্বর অ্যাডমিট সহ যাবতীয় পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেয়।এ নিয়ে প্রতিযোগীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এ নিয়ে পত্রপত্রিকায় খবরও প্রকাশিত হয়। অবশেষে ৭ জুলাই পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পাল টিপিএসসির ডেপুটি সেক্রেটারিকে একটি চিঠি লিখে জানান যে, টিইএস পরীক্ষা (আগের বিজ্ঞপ্তিমূলে) অবিলম্বে বাতিলের যেন তারা উদ্যোগ গ্রহণ করে। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনক্রমেই দপ্তরের তরফে এ মর্মে টিপিএসসি-কে চিঠি ইস্যু করা হয়।