হায়দ্রাবাদে বৈঠক নাড্ডার।
২০২৪ লোকসভা নির্বাচন এবং অন্যান্য বিষয়ে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দক্ষিণ এবং অন্যান্য কিছু রাজ্যের শীর্ষনেতাদের সঙ্গে রবিবার একটি বৈঠকে পৌরোহিত্য করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। হায়দ্রাবাদে বিজেপি তেলেঙ্গানা সদর দপ্তরে আঞ্চলিক এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং বরিষ্ঠ নেতারা ছাড়াও সাংসদগণ, বিধায়কগণ এবং রাজ্যশাখার সভাপতিগণ। কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানায় সদ্য নিয়োজিত বিজেপি সভাপতি জি কিষান রেড্ডি বেগমপেট বিমানবন্দরে জে পি নাড্ডাকে স্বাগত জানান। ১২টি রাজ্যের বিজেপি সভাপতিগণ ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে তখন জানান তিনি। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন জি কিষান রেড্ডি। সেটি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করার কথা রয়েছে।