জিবি বাজারে প্রশাসনের অভিযান!!
সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার জিবি বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে নির্মলা স্টোর থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ মশলা বাজেয়াপ্ত করা হয়। দোকানের ডিসপ্লে বোর্ডেও মূল্য লেখা নেই।। দোকানের মালিক মনোরঞ্জন দেবনাথ ফুড স্টাফ লাইসেন্স ও দেখাতে পারেননি। প্রশাসন দোকানটি বন্ধ করে দেয়। এছাড়াও কাগজপত্র এবং হিসাবে গরমিল থাকায় সঞ্জয় দেবের দোকান ও বাসনা ভান্ডার সাময়িক কালের জন্য বন্ধ করে দেয়া হয়।। পরবর্তীতে সদর এসডি এম থেকে নোটিশ দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর খাদ্য দপ্তরের এসডিসি প্রদীপ কুমার ভোমিক।।