নেশা ও প্লাস্টিক মুক্ত করতে জনজাগরণ জরুরিঃ মানিক
ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগ ত্রিপুরার সরকারের উদ্যোগে শনিবার টাউন হলে সূচনা হয় “প্লাস্টিক মুক্ত অভিযান”। একক ব্যবহার প্লাস্টিক আইটেম নির্মূল করার জন্য এই প্লাস্টিক মুক্ত ত্রিপুরা অভিযানের সূচনা করা হয়। অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেশা মুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার কথা শুধু মুখে বললে হবে না। এর জন্য জনজাগরণ দরকার। ঘর থেকে এর বিরুদ্ধে আওয়াজ উঠতে হবে। তবেই সম্ভব।