পালাচ্ছেন প্রদ্যোত!! রাজাহীন হচ্ছে মথা!!
কৌশলে গ্রটার তিপ্রাল্যান্ডের দায় ঝেড়ে ফেলতে চলছেন প্রদ্যোত কিশোর! দলের চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন প্রদ্যোত মানিক্য। দুই দিনের প্ল্যানারি অধিবেশনে গৃহীত হলো দলের নতুন সংবিধান। নতুন সংবিধানে তুলে দেওয়া হলো চেয়ারম্যান পদ। দলের সর্বোচ্চ পদে থাকবেন সভাপতি বিজয় কুমার রাংখল। তাঁর নির্দেশেই চলবে দল। আর প্রদ্যোত মুক্তি চাইছেন। কিভাবে তিনি পালাতে চাইছেন? শুনুন।