রাস্তাই যখন অলিখিত গ্যারেজ!!
আগরতলা স্মাট সিটিতে এখন রাস্তাই হয়ে উঠেছে তথাকথিত শিক্ষিত ভদ্রলোকদের স্ট্যাটাস সিম্বল। বাড়ির সামনে রাস্তাই এখন তাদের গাড়ি রাখার জায়গা বা গ্যারেজ। রাস্তার পাশে দিনের পর দিন পার্কিং করে রাখা হচ্ছে গাড়ি। দেরিতে হলেও এবার টনক নড়েছে ট্রাফিক দপ্তরের। রাস্তায় পার্কিং করে রাখা গাড়ি ও গাড়ির মালিকের বিরুদ্ধে এবার ব্যবস্হা নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। আগরতলা শহর স্মার্ট সিটিতে রূপান্তরিত হচ্ছে। চলছে বিভিন্ন উন্নয়ন যজ্ঞ। শহরের প্রতিটা রাস্তাকেই বড় করা হচ্ছে। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যাও। পাশাপাশি প্রতিনিয়ত লেগেই আছে দুর্ঘটনা। কিন্তু রাস্তার পাশে যত্রতত্র পার্কিংয়ে গোটা রাজধানী অবাধ পার্কিং জোন বলে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতেই পারে। আগরতলাকে ট্রাফিক জ্যাম ও পার্কিংয়ের সমস্যা থেকে নিষ্কৃতি দিতে ২০১৯ সালে মাননীয় উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তৎকালীন জেলাশাসক এক বিজ্ঞপ্তি দিয়ে শহরে কিছু পথ পার্কিং জোন এবং নো পার্কিং জোনে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, একাংশ মানুষ গাড়ি ক্রয় করার পর সেই গাড়ি দিনের পর দিন নিশ্চিন্তে রেখে দিচ্ছে রাস্তায়। ফলে দখল হচ্ছে ফুটপাত, যার কারণে মানুষকে চলাচল করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এর থেকে সাধারণ জনগণকে নিস্তার দিতে অবশেষে ট্রাফিক দপ্তর থেকে রাস্তার পাশে বেআইনি পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে শুরু হলো অভিযান। বেআইনি পার্কিংয়ের ১৭৭ এ ধারায় গাড়ির মালিক কে দোষী সাব্যস্ত করে, তাদের বিরুদ্ধে জি ডি এন্ট্রি করে নোটিশ লাগিয়ে দেওয়া হয়।