ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “ইউনিটি মল”!
অনলাইন প্রতিনিধি:- ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ” ইউনিটি মল” হতে চলছে। এই নয়া প্রকল্প নির্মাণের জন্য সোমবার হাঁপানিয়া বাইপাস সংলগ্ন জুট মিল এলাকায় জায়গা দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা,স্মার্ট সিটির সিইও ডাঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে বটতলা টিআরটিসি’র যে জায়গা রয়েছে সেটা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গাটা ছোট। তাই জুটমিল সংলগ্ন এলাকাটি দেখা হয়েছে। এখানে ভালো জায়গা রয়েছে এবং সবদিকে সুবিধা রয়েছে। আগামী ২০২৫ সালের ২৬ জানুয়ারি সারাদেশে একসাথে সবগুলি ইউনিটি মলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করা হবে।