জি ২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক।

 জি ২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক।
এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতের জি ২০ প্রেসিডেন্সিকে কেন্দ্র করে সমন্বয় কমিটির ষষ্ঠ বৈঠক আজ নয়াদিল্লীর প্রগতি ময়দানের আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মিলন কেন্দ্রে (IECC) অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড. পি কে মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের মূল মূল বিষয় ছিল, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন দিকগুলির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা।এই প্রেক্ষাপটে, দিল্লী ও প্রতিবেশী রাজ্যে সম্মেলনস্থলের আয়োজন করার পাশাপাশি প্রোটোকল, নিরাপত্তা, বিমানবন্দরের সাথে সংযোগ, মিডিয়া, অবকাঠামোগত অবস্থার উন্নতি করা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে কমিটি আলোচনা করেছে। ড. মিশ্র জি ২০ শীর্ষ সম্মেলনকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে ‘এটি সম্পূর্ণ সরকারের’ এই নীতি পথ অনুসরণ করে কাজ করার আহ্বান জানান।কমিটির সদস্যরা বিভিন্ন সভার জন্য প্রস্তাবিত স্থানগুলিও পরিদর্শন করেন এবং সমস্ত দিক পরীক্ষা করেন। এছাড়াও, অনুষ্ঠানের আগে ড্রাই রান বা নকল অনুশীলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিভিন্ন সংস্থা নির্বিঘ্নে কাজ করে। কমিটি আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে কাজ করার জন্য নির্দেশনা ও অভিমুখ এদিন উপস্থাপন করেছে এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আরও পর্যালোচনার জন্য ও আবার পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। সমন্বয় কমিটির বৈঠকটিতে এখন পর্যন্ত অনুষ্ঠিত জি ২০-র বিভিন্ন সভা এবং ভারতের জি ২০ প্রেসিডেন্সির অধীনে নির্ধারিত বাকি বৈঠকগুলির পর্যালোচনা করেছে। কমিটি উল্লেখ করেছে যে জি ২০ প্রেসিডেন্সির অধীনে, ভারত এখন পর্যন্ত দেশের ৫৫টি বিভিন্ন স্থানে ১৭০টি বৈঠকের আয়োজন করেছে। ২০২৩ সালের জুলাই এবং আগষ্ট মাসে মন্ত্রীদের নিয়ে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জি ২০-এর ভারতের প্রেসিডেন্সি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থা তদারকি করার জন্য মন্ত্রিপরিষদ কর্তৃক সমন্বয় কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যন্ত সমন্বয় কমিটির পাঁচটি বৈঠক হয়েছে। এগুলি ছাড়াও ভারতের জি ২০ প্রেসিডেন্সি সম্পর্কিত নির্দিষ্ট উপাদান এবং লজিস্টিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।এই বৈঠকে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন এন এস এ শ্রী অজিত ডোভাল, দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর শ্রী ভি কে সাক্সেনা, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রমুখ। (পিআইবি)

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.