আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি :- শুক্রবার বেলা দুটোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এদিন বিকাল সাড়ে তিনটায় তিনি আগরতলা নেতাজী চৌমুহনীস্থিত নবনির্মিত কাস্টম ও জিএসটি ভবনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে পাঁচটায় রাজ্যের বিভিন্ন আঞ্চলিক এবং গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা বৈঠক করবেন হোটেল পলো টাওয়ারে।এরপর রাতে রাজ্য সরকারের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। হোটেলেই রাত্রিযাপন করবেন। পরদিন সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমন্তপুর আইসিপি পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে দুপুরে বিশ্রাম নিয়ে বেলা ২.৪৫ মিনিটের বিমানে দিল্লী ফিরে যাবেন।