এশিয়ান স্কুল দাবা,সাফল্য কুড়িয়ে ঘরে ফিরছে রাজ্যের আরাধ্যা।
অনলাইন প্রতিনিধি :- উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবায় অভূতপূর্ব সাফল্য পেলো রাজ্যের খুদে দাবাড়ু আরাধ্যা দাস। অনূর্ধ্ব নয় বছর গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিটি বিভাগে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন আরাধ্যা। এশিয়ান স্কুল দাবায় র্যাপিডে সাত রাউণ্ডের খেলায় পাঁচটিতে জয়লাভ করে পঞ্চম স্থান দখল করে আরাধ্যা। পাশাপাশি ক্যাসিকেলে নয় রাউণ্ডের খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান দখল করে এবং ব্লিচে সাত রাউণ্ডের খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করে আরাধ্যা। উল্লেখ্য, গত চৌদ্দ জুলাই থেকে উজবেকিস্তানের তাসকেন্টে শুরু হয়েছিল এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়নশিপের এই আসর। যার সমাপ্তি হলো আজ।দেশের হয়ে এই স্কুল চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল ত্রিপুরার মেয়ে আরাধ্যা । ভারতের তৃতীয় বাছাই করা খেলোয়াড় হিসাবে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল সে। বারোটি দেশের বাছাই করা একত্রিশজন খেলোয়াড় এতে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় তিনটি বিভাগেই প্রথম দশে স্থান করে নেয় আরাধ্যা।সামনে অনূর্ধ্ব নয় এবং এগারো জাতীয় আসরে অংশ গ্রহণ করবে সে।উল্লেখ্য, আরাধ্যা রাজধানীর শ্রীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। উজবেকিস্তান থেকে মেয়ে আরাধ্যার সাফল্যের কথা জানান বাবা অনুজ কুমার দাস।