টিসিএ নিয়ে শাসকের দুই গোষ্ঠীর লড়াই চরমে!!
গত তিন দিন ধরে রাজ্য ক্রিকেট এসোসিয়েশনে অচলাবস্থা চলছে। শাসক দলের দুই প্রভাবশালী গোষ্ঠীর কাজিয়া ফের একবার রাস্তায় নেমে এসেছে। আর তা দেখে মুখ টিপে হাসছে রাজ্যের জনগন। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে যে কোনও সময় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশংকা তৈরি হয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে গত তিনদিন ধরে রাজ্য ক্রিকেট মহল সরগরম। টিসিএ’র অ্যাপেক্স কমিটির বৈঠকে সভাপতি তপন লোধকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার বেআইনি বলে দাবি করা হচ্ছে। এদিকে, এক বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার টিসিএ অফিস বন্ধ থাকবে বলে জানায় বর্তমান পরিচালন কমিটি। অথচ সকালে অ্যাপেক্স কমিটির বহিস্কৃত সভাপতি তপন লোধ অফিসে ঢোকার জন্য যান। গিয়ে দেখেন টিসিএ-তে তালা দেওয়া। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।