মণিপুরে সোচ্চার সুশীল সমাজ।
অনলাইন প্রতিনিধি :-মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করানোর মতো শিহরণ জাগানো ভিডিও প্রকাশ্যে আসার পর এবার গোটা দেশে চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে মণিপুরের মধ্যযুগীয় নারকীয় নৃশংসতার ঘটনা। দিল্লীর সংসদ ভবন থেকে যন্তরমন্তর, ইম্ফলের রাজপথ শুক্রবার আন্দোলিত হয়েছে বিক্ষোভ আর ঘৃণায়। এই ঘটনায় মণিপুরের সরকারের ওপর তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে সাধারণ্যে। এই অবস্থায় মণিপুরের সুশীল সমাজ শুক্রবার সোচ্চার হয়েছে নারকীয় এই অত্যাচার দেখে। মণিপুরের শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, গায়ক, শিক্ষাবিদ, চলচ্চিত্র পরিচালক, বণিক মহল প্রত্যেকেই সোচ্চার হয়েছেন রাজ্যের এই বর্বর পাশবিকতা দেখে। তাদের মতে এই ঘটনা বর্বরোচিত।লজ্জাজনক এবং মানবতাবিরোধী।একই সাথে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতেও সোচ্চার হয়েছে রাজ্যের বুদ্ধিজীবী সমাজ। সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তব্য, মণিপুরে এখন সবচেয়ে বড় কাজ এবং প্রাথমিক কাজ হলো প্রায় আড়াই মাস ধরে চলা হিংসা বন্ধ করা, কঠোর হাতে তা দমন করা। মণিপুরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক হাওবাম পবন কুমার এ দিন বলেন, এই ঘটনায় আমরা বাকরুদ্ধ, এটা একটা জঘন্য ঘটনা ৷বর্বরোচিত ঘটনা ৷ মানবতাবিরোধী ঘটনা। এর জন্য নিন্দার কোনও ভাষা নেই ৷
তিনি বলেন, তিনি তার জীবনে এ ধরনের জঘন্যতম ঘটনার দৃশ্য দেখতে পারেন তা ভাবতেই পারছেন না। শ্রীকুমার বলেন, হিংসার কোনও স্থান নেই সমাজে।এটা যেকোনও মূল্যে বন্ধ করতেই হবে। তা চলতে দেওয়া যায় না। রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী গুরু রেবান মাসাংবা বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক এবং দু:খজনক।তিনি বলেন, কীভাবে উন্মত্ত জনতা দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটালো এবং তারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ।অত্যন্ত আশ্চর্য হবার মতো ঘটনা। তার আরও বক্তব্য, রাজ্যের ২ জাতিগোষ্ঠীর মধ্যে একটি ইস্যু নিয়ে বিবাদ হয়েছে এবং তারা এমন আচরণ করছে যে, যেন যুদ্ধ চলছে রাজ্যে।
একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ চালাচ্ছে।মণিপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ কুমার সিং বলেন, ভিডিওতে যা দেখা গেছে তা অত্যন্ত বেদনার এবং দুর্ভাগ্যজনক।এই ঘটনায় যারা জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি।তিনি বলেন, গত ৩ মে থেকে হিংসা শুরু হয়েছিল রাজ্যে।এটা সম্ভবত তখনকার ঘটনা। এতদিন রাজ্যে ইন্টারনেট নিষিদ্ধ থাকায় তা ভাইরাল হয়নি।সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হবার পর তা প্রকাশ্যে এসেছে। সভ্য সমাজে এ ধরনের ঘটনা মানা যায় না।
এদিকে, ভিডিওতে ২ মহিলার সাথে জঘন্য ঘটনার সাথে লিপ্ত চারজনকে গতকালই গ্রেপ্তার করেছিল পুলিশ। এ দিন তাদের ১১ দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে আদালত।উল্লেখ্য, এ দিন দিল্লীর সংসদেও মণিপুরের আঁচ পড়েছে। দিল্লীর যন্তরমন্তরে বিভিন্ন সংগঠনের তরফে এ দিন বিক্ষোভ ও ধরনা প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, মণিপুরে গত ৩ মে থেকে চলা হিংসায় এ পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৭০ হাজার মানুষ ঘরছাড়া। হিংসা এখনও জারি রয়েছে রাজ্যে।