আধুনিক প্রযুক্তি বিদ্যার কারণে আপনার চাকরি কি অনিশ্চয়তার পথে।
পথ নির্ধারণ করবে গ্রহ : সাধারণ জন্মছকে গ্রহের অশুভ অবস্থানের কারণে এইসব বিপত্তি ঘটে। জ্যোতিষ শাস্ত্র মতে যদি অষ্টম ভাগ দুর্বল হয় বা কোনও অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়, পতবেই এমন সমস্যায় জড়িয়ে পড়তে পারে। গ্রহের অবস্থান অনুযায়ী দেখে নিতে হবে, পআপনার কোন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেই অনুসারে গ্রহ পূজা প্রতিকার করা একান্ত প্রয়োজনীয়। একজন ব্যক্তির জীবনে গ্রহ প্রতিকার করা একান্ত প্রয়োজন। তাই তুমি কোন পথে যাবে তা নির্ধারণ করে গ্রহ। তুমি সুশৃঙ্খল, সুষ্ঠু নীতি মেনে পথ চলবে নাকি মেধা ও প্রযুক্তির মিলন ঘটিয়ে ক্রমশ অপরাধের জগতে ডুবে যাবে তার পথ ঠিক করে দেবে গ্রহ।সংসারের অভাব অনেক সময় কুপথে চালিত করে থাকে। আবার খারাপ সঙ্গও অনেক সময় ভিন্ন পথে চালায়। এই সব কিছুর পিছনে গ্রহের মন্দ প্রভাব থেকে যায়। যথাসময়ে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান। গ্রহ প্রতিকার করুন।গ্রহের অশুভ প্রভাব থাকলে প্রতারিত হতে পারেন কাজে : আবার বিপরীত ঘটনা নিয়েও বহু মানুষ আমার কাছে এসেছে। অর্থাৎ ঠিক এই ব্যক্তিটা যেমন অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তারা যেখানে যেখানে অপরাধ করছে এবং যারা প্রতারিত হচ্ছে তারা যখন আসছে তখন বুঝতে হবে, তাদের অশুভ গ্রহের প্রভাব চলছে। যেমন একটা জায়গায় দেখা যাক, জন্মকালীন রাহুর উপর গোচর মঙ্গলের প্রভাব সাধারণত ক্ষণ স্থায়ী থাকলেও মঙ্গল যখন বক্র হয়ে কোনও রাশিতে দীর্ঘকাল থেকে যায়, তখন নানা ধরনের সমস্যা তৈরি হয়। এই সময় জাতকের গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি, বন্ধু ভাবাপন্ন হয়ে কোনও ব্যক্তি বিশ্বাসঘাতকতা করতে পারে, আবার রাহু বৃহস্পতির যোগ যদি থেকে যায়, অশুভ গ্রহের কারণে এই ব্যক্তির হঠাৎ অর্থনৈতিক ক্ষতি লক্ষ্য করা যায়। প্রতারকেরা মূলত যার সঙ্গে প্রতারণা করছে তার প্রশংসা করে তার মনের কাছে চলে আসে দ্রুত। তাকে একজন খুব সুন্দর ব্যক্তি বলে মনে হবে যে সমস্যার কথা শোনে এবং সেসবের সমাধানের দিকেও খুব মনোযোগী হওয়ার ভান করে। এ ধরনের মানুষেরা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বুদ্ধি লাগিয়ে আপনার সমস্ত তথ্য নিয়ে নেয়। এবং আপনাকে একসময় নিঃশেষ করে দেয়। এরা অন্যের কথা বিন্দুমাত্র না ভেবে কেবল নিজের কথাই ভাবে। এরা প্রতিটি মুহূর্তে সুবিধার সন্ধান করে। নিজের সুবিধার জন্য বুদ্ধি এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যকে বিপদগ্রস্ত করতেও এরা পিছপা হয় না। বন্ধু বা আলাপ পরিচয়ের পর্বে কেউ ভাবেন না যে ভবিষ্যৎ কেমন হবে তিনি ঠকবেন কিনা। তবুও আজকাল সকলের সতর্ক থাকা প্রয়োজন। সেই সঙ্গে কীভাবে মিশবেন, কীভাবে কথা বলবেন এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। তাহলে প্রতারণা করছে যারা, এবং প্রতারিত হচ্ছে যারা, তা উভয় ক্ষেত্রে গ্রহ দোষের কারণেই হয়। তাই প্রতিটি মানুষের জীবন চলাকালীন গ্রহ প্রতিকার করা একান্ত প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্রে শনি, শুক্র ও বৃহস্পতি গ্রহকে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। যদি শনি, শুক্র ও বৃহস্পতি গ্রহ অশুভ ফল দেয় তবে যে কোনও ব্যক্তির জীবন তছনছ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে ব্যক্তির ভাগ্যও তখন তার সঙ্গ ছেড়ে দেয়। নিজেকে সঠিক পথে চালাতে কিছু নিয়ম মেনে চলুন শনির ক্রুর দৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু ভুল অজান্তেও করা উচিত নয়। নয়তো এটা জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে পারে। কারণ শনি কর্ম অনুসারে ফলদান করে তাই শনির খারাপ নজর থেকে বাঁচার জন্য ভুল করেও এই ভুল করবেন না।
১। কখনও কাউকে মিথ্যা কথা বলবেন না, প্রতারণা করবেন না। ২। ভুলভাবে কারোর টাকা আত্মসাৎ করবেন না।
৩। পরিশ্রমকারী মানুষদের হেনস্তা করবেন না এবং তাদের ওপর নির্যাতন করবেন না।৪। প্রতিবন্ধী মানুষদের সঙ্গে খারাপ আচরণ করবেন না আর তাদেরকে নিয়ে মজাও করবেন না। কোনও পরিস্থিতিতেই কোনও জ্ঞানী বা ক্ষমতাবান জ্যোতিষীর সঙ্গে পরামর্শ না করে, নিজে থেকে বিচার করে রাহু -মঙ্গল -শনির কোনও প্রতিকার করলে তার জীবনে সমস্যার পরিমাণ বেড়ে যাবে। তাই সর্বদা জন্মছকে বিবিধ অশুভ গ্রহের অবস্থান, বিভিন্ন শুভ-অশুভ যোগ এবং রাহুর মহাদশা অন্তর্দশা পূর্ণভাবে বিচার করে পথ চলতে শিখুন।