এশিয়ান জুডো স্বর্ণপদক অস্মিতার।
অনলাইন প্রতিনিধি :-আন্তর্জাতিক আসর থেকে পদক জিতে ফের দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করলেন জুডোকা অস্মিতা দে। চিনের ম্যাকাওয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতলেন রাজ্যের মেয়ে অস্মিতা।জুনিয়র বিভাগে ৪৮ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে সোনা জিতেছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন এই ছাত্রী।এর আগেও আন্ত্রর্জাতিক আসরে পদক জিতেছিলেন জিতেছিলেন তিনি। অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে এবার চিনে এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে দেশকে পদক এনে দিলেন অস্মিতা। ভোপালে খেলো ইণ্ডিয়া সেন্টারে গত বছর থেকে রয়েছেন অস্মিতা। সেখানেই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অস্মিতার এই সাফল্যে খুশি রাজ্যের ক্রীড়া মহল ।