টিসিএতে গোষ্ঠীকোন্দল, ল্যান্স ব্লুজনারের রাজ্যে ফেরা নিয়ে প্রশ্ন উঠল।

 টিসিএতে গোষ্ঠীকোন্দল, ল্যান্স ব্লুজনারের রাজ্যে ফেরা নিয়ে প্রশ্ন উঠল।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- শাসকদলের দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলে রাজ্য ক্রিকেটের প্রশাসনিক কাজকর্ম অচল অবস্থায় একই জায়গায়ই রয়েছে। দুই গোষ্ঠীর টিসিএর কর্তৃত্ব দখলের অভ্যন্তরীণ কোন্দলের এখনও কোনও সুষ্ঠু সমাধান সূত্র মিলেনি। যে কারণে ক্রিকেট মহলের উদ্বেগ-আশঙ্কা-দুই-ই সমানে বাড়ছে। আতংকে রয়েছে ক্রিকেটাররাও।এদিকে, উদ্ভূত এই পরিস্থিতি অনেকের মনেই প্রশ্ন উঠেছে। তাহলে কি দঃ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ব্লুজনার আগরতলায় কি আর আসবেন?প্রসঙ্গত ত্রিপুরার হেড অব দ্য কোচ হিসাবে টিসিএর সঙ্গে ল্যান্স ব্লুজনারের ১০০ দিনের চুক্তি হয়েছিল। সেই হিসাবে প্রথম পর্বে ল্যান্স ব্লুজনার ২০ দিন কাজ করে চলে যান। এরমধ্যেই তার আবার আগরতলায় আসার কথা ছিল। সবার একটাই প্রশ্ন, ব্লুজনার আর আগরতলায় ফিরবেন তো? কিন্তু টিসিএতে দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলে প্রশাসনিক অচলাবস্থা এখনও বিরাজ করছে। তাই স্বাভাবিকভাবে ব্লুজনার এলে কারা দেখবেন। এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে, তাছাড়া ইতিমধ্যেই টিসিএতে চলতে থাকা ঘটনা ব্লুজনারের কানেও হয়তো পৌঁছে গেছে। কারণ টিসিএর গোষ্ঠীকোন্দলের ন্যক্কারজনক ঘটনা এখন শুধু রাজ্যেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলে গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ক্লুজনার কি আদৌ আর ফিরবেন? অথচ কুড়ি দিনের আগরতলায় তার অবস্থানকালে শুধু জুনিয়র, সিনিয়র সকল ক্রিকেটাররাই নয়, টিসিএর কোচরাও দারুণভাবে উজ্জীবিত হয়ে উঠেছিলেন। তবে শুধু ল্যান্স ব্লুজনারই নয় টিসিএতে অক্রিকেটিয় কর্মকাণ্ডের খবর শুনে রাজ্যের সিনিয়র থেকে জুনিয়র দলের জন্য যেসব কোচের সঙ্গে টিসিএর চুক্তি হয়েছিল তারাও এখন দারুণ চিন্তার মধ্যে পড়ে গেছে। টিসিএর প্রশাসনিক অচলাবস্থা না কাটলে মাঠ কর্মী থেকে বেতনভুক্ত কোচ সবার বেতনও আটকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.