উল্টোরথ কাণ্ডে দিল্লীতে মৃত্যু আহত দ্রৌপদীর।

 উল্টোরথ কাণ্ডে দিল্লীতে মৃত্যু আহত দ্রৌপদীর।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- কুমারঘাটে উল্টোরথ দুর্ঘটনা কাণ্ডে আহতদের মধ্যে মৃত্যু হলো আরও একজনের।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো নয়জন। মৃতার নাম দ্রৌপদী মালাকার। বাড়ি কুমারঘাটের ৯১ মাইল এলাকায়। গত আঠাশ জুন কুমারঘাটের ইসকন আয়োজিত উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলো দুই শিশু সহ সাতজনের।বিদ্যুতের ছোবলে আহত হয়েছিলেন আরও পনেরোজন পুণ্যার্থী। তাদের অনেকেই চিকিৎসাধীন ছিলেন আগরতলার জিবি হাসপাতালে। ঘটনার রাতেই ঘটনাস্থল ঘুরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় রাজ্য সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। জিবি হাসপাতালে চিকিৎসারত আহত তিনজনের অবস্থার অবনতি ঘটার কারণে রাজ্য সরকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের উন্নত চিকিৎসার জন্য গত কদিন আগেই সরকারী ভাবে পাঠানো হয় দিল্লীতে। বহি:রাজ্যেই চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে দ্রৌপদী মালাকার নামে আরও এক মহিলা। উল্লেখ্য, উল্টোরথে দুর্ঘটনার দিনই মৃত্যু হয়েছিলো মৃত দ্রৌপদী মালাকারের ছয় বছরের ছেলেরও। মঙ্গলবার মৃতদেহটি কুমারঘাটে নিয়ে আসা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা কুমারঘাট জুড়ে। এদিকে, কুমারঘাটের উল্টোরথ কাণ্ডের পরপরই রাজ্যে মুখ্যমন্ত্রী কুমারঘাটে এসে ঘটনার তদন্ত করার জন্য ঊনকোটি জেলার জেলাশাসককে নির্দেশ দেন। কুমারঘাট থানার পুলিশও এই ঘটনার জন্য একটি স্বত:প্রণোদিত মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। কিন্তু গত আঠাশ জুন উল্টোরথে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রীর নির্দেশিত জেলাশাসকের তদন্ত কমিটি হোক বা পুলিশের স্বতঃপ্রনোদিত মামলা হোক, কোনটার তদন্ত বাস্তবে হয়নি। তদন্ত কমিটি যেমন দুর্ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ লিপিবদ্ধ করেনি, তেমনি পুলিশের তদন্তও ফাইলবন্দি হয়ে রয়েছে। মূলত এই ধরনের দুর্ঘটনা ঘটলে সরকার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে প্রত্যক্ষদর্শীরা যাতে তাদের সাক্ষ্য দিতে পারে তদন্ত কমিটির কাছে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কুমারঘাটের উল্টোরথ কাণ্ডে এই ধরনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কার ভুলে এতজন নিষ্পাপ দর্শনার্থীর মৃত্যু হলো তা আর জানা গেলো না। আর পাঁচটা ঘটনার মতোই তদন্তের নামে ফাইলচাপা পড়ে গেলো কুমারঘাট উল্টোরথ কাণ্ড ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.