নিম্নমানের খাবার, বিমানবন্দর এলাকায় প্রশাসনের হানা।
অনলাইন প্রতিনিধি :- এমবিবি বিমানবন্দর সংলগ্ন খাবারের দোকানগুলির খাবারের গুনমান নিয়ে অভিযোগ তুলেছিলেন এক ব্যক্তি। যা প্রশাসনের নজরে যাওয়ার পর এ দিন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযানে যায় মোহনপুর মহকুমা প্রশাসনের অধীন আধিকারিকগণ,ফুড সেফটি আধিকারিক, লিগ্যাল মেট্রোলজির অফিসারগণ। তারা বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন রেঁস্তোরাঁ এবং দোকানে হানা দিয়ে বেশ কিছু অনিয়ম প্রত্যক্ষ করেন। খাবারের গুনমান নিয়েও তারা ত্রুটি বিচ্যুতি পেয়েছেন। যার প্রেক্ষিতে ঊষাবাজার এবং নতুননগর এলাকার বেশ কিছু খাবারের দোকানকে সতর্ক করে দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ সামগ্রী থাকায় কিছু দোকানিকে সতর্ক করেও দেওয়া হয়। নতুননগর এলাকায় একটি দোকানের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। সোমবার বিমানবন্দর অ্যারাইভ্যাল সংলগ্ন একটি রেঁস্তারাঁয় খাবার খেতে গিয়ে শোচনীয় অভিজ্ঞতা হয় কতিপয় ব্যক্তির। এদের মধ্যে চেন্নাইয়ের দুই ব্যক্তিও ছিলেন। একজন দম বিরিয়ানির প্লেটে মৃত পতঙ্গ পান। খাবারের গুনমান নিয়েও তারা প্রশ্ন তুলেন। অভিযোগ, প্রশাসনের গোচরে নেওয়া হয়। যার প্রেক্ষিতে ফুড সেফটি অফিসার জয়ন্ত বণিক, মোহনপুর মহকুমা প্রশাসনের সাব ডিভিশনাল কন্ট্রোলার (ফুড) শ্যামল ঘোষ, ডিসি সুব্রত বিশ্বাস, ডিসি অন্যজয় চাকমা, খাদ্য পরিদর্শক অনুপম সাহা, লিগ্যাল মেট্রোলজি ইনস্পেক্টর রাজীব ভট্টাচার্য সহ এনফোর্সমেন্ট অভিযানে যায়। তারা জানান, এই ধরনের অভিযান চলবে।এ দিন লঙ্কামুড়া এলাকার ৫ নম্বর রেশনশপে অভিযানে যায় ফুডের টিম। তারা ন্যায্যমূল্যের ওই দোকানে গরমিল পান। তাতে মূল্যের ডিসপ্লে বোর্ড মিলেনি। যার প্রেক্ষিতে ওই দোকানিকে শোকজ করা হবে বলেও জানা গেছে।