ধূপ-দীপ জ্বালিয়ে ক্যাটারিনার পুজো করেন হরিয়ানায় দম্পতি।
দেব-দেবীর পরিবর্তে কোনও অভিনেত্রীর ছবিতে দিনরাত পুজো করার দৃশ্য সত্যিই বিসদৃশ।তবে উত্তর ভারতের হরিয়ানার গেলে এমন অদ্ভতুড়ে কাণ্ডের দেখা মিলবে।হরিয়ানার চরখি দাদরি পঞ্চায়েতের ধানি ফোগত গ্রামের বাসিন্দা বান্টু এবং তার স্ত্রী সন্তোষ দীর্ঘ ১০ বছর ধরে বাড়িতে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের পুজো করে চলেছেন। বাড়িতে গোটা দশেক ক্যাটরিনার ছবিও টাঙিয়ে রেখেছেন এই দম্পতি। সেখানে দিনরাত ভক্তি সহকারে ধূপ- দীপ জ্বালিয়ে তারা পুজো করেন।
অভিনেত্রীর ছবির সামনে
হাত জোড় করে মনের ইচ্ছার কথাও প্রকাশ করেন তারা। স্থানীয় সূত্রে খবর, ২০০৪ সালে বান্টু পঞ্চায়েত ভোটে জিতে গ্রাম পঞ্চায়েত হন। সেই বছরই জীবনে প্রথম ক্যাটরিনা কাইফ অভিনীত একটি ছবি দেখেছিলেন তিনি। তার পর থেকেই ক্যাটরিনাকে ভালে লেগে
যায় তার।প্লাস্টার অফ প্যারিস দিয়ে ক্যাটরিনার একটি ছবি সাঁটিয়ে দেন তিনি। এতে তার বাড়ির লোকজন আপত্তি করলেও অবিচল থাকেন বান্টু। সেদিন থেকেই অভিনেত্রীকে সামনে থেকে দেখার ইচ্ছা মনে জমিয়ে রেখেছেন তিনি। বিয়ের পর বান্টু জানতে পারেন, তার স্ত্রী সন্তোষও ক্যাটরিনার ভক্ত! তাই দুজনেরই এখন ‘আরাধ্য দেবী’ হলেন ক্যাটরিনা। প্রতি বছর ক্যাটরিনার জন্মদিন পালন করেন এই দম্পতি। রাত ১২টায় তারা কেক কাটেন। শুধু তাই নয়, পাড়া-প্রতিবেশীদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। এ নিয়ে বান্টুর স্ত্রী সন্তোষ জানান, তিনি বিয়ের পর শ্বশুরবাড়ি এসে অবাক হয়ে গিয়েছিলেন যখন দেখেন তার স্বামীও ক্যাটরিনার অন্ধ ভক্ত। সন্তোষ বলেন, ‘আমাদের এখন একটাই ইচ্ছা, ক্যাটরিনার সঙ্গে দেখা করা। নিশ্চয়ই কোনও দিন আমাদের এই স্বপ্ন পূরণ হবে।”বান্টু ও তার স্ত্রী বিভিন্ন সূত্র মারফত জেনেছেন, তারা যে ক্যাটরিনাকে পুজো করেন, মুম্বাইয়ে বসে অভিনেত্রী সে খবর জানেন।