প্রথম বৈঠকে জট পুরোপুরি কাটেনি, আজ পুনরায় তলব।

 প্রথম বৈঠকে জট পুরোপুরি কাটেনি, আজ পুনরায় তলব।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- উচ্চ আদালতের হস্তক্ষেপ ও মধ্যস্থতায় বুধবার প্রথম বৈঠকে টিসিএ নিয়ে বিরোধের জট পুরোপুরি কাটেনি। আগামীকাল ফের বিচারপতি অরিন্দম লোধ চেম্বারে সব পক্ষকে নিয়ে শুনানি গ্রহণ করবেন। আগামীকাল দুপুর একটায় ফের টিসিএর সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি শ্ৰী লোধ।তবে বুধবার টিসিএর সকল পক্ষের সাথে কথা বলার পর উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন, তাতে টিসিএ নিয়ে শাসক দলের দুই প্রভাবশালীর গোষ্ঠীর বিরোধ মীমাংসার ইঙ্গিত পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সচিব তাপস ঘোষ টিসিএর সংবিধান মোতাবেক সভাপতিকে সহায়তা করবেন।সভাপতিও তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে কোনও ধরনের তদন্ত করার ক্ষেত্রেও সচিব এবং অন্য কারোর আপত্তি থাকবে না।এছাড়াও উচ্চ আদালত যদি একজন অ্যাম্বুডসম্যান ও এথিক্স অফিসার নিযুক্ত করে, তাহলেও সভাপতি এবং সচিবের কোনও আপত্তি থাকবে না। এ ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। তবে জেনারেল বডির সদস্যরা একদিনের সময় চেয়েছেন, নিজেদের মধ্যে আলোচনার জন্য। তাই আগামীকাল ফের দুপুর একটায় বিচারপতি শ্রী লোধের চেম্বারে শুনানি হবে। আশা করা যায়, আগামীকালই টিসিএ নিয়ে চলতি বিরোধের মীমাংসা হতে পারে। তবে টিসিএর মাথায় প্রশাসক নিযুক্ত যে করা হবে না, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। কারণ টিসিএতে নির্বাচিত কমিটি রয়েছে। এখন দেখার আগামীকাল চূড়ান্ত নিষ্পত্তি হয় কিনা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.