আগরতলা-চট্টগ্রাম বিমান মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক।
অনলাইন প্রতিনিধি :- আগরতলা- চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার লক্ষ্যে যাবতীয় প্রক্রিয়া দ্রুততায় শেষ করতে রাজ্য প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ওই রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বৃহস্পতিবার সচিবালয়ে এক শীর্ষ পর্যায়ের সভা হয়েছে। সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্যসচিব জেকে সিন্হা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন উপস্থিত ছিলেন। আগরতলা-চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সভায় বলেন, মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করার বিষয়ে রাজ্য সরকার।প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা-চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়টি রাজ্য মন্ত্রিসভাও অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুরোধ অনুযায়ী এমবিবি বিমানবন্দরের ব্যুরো অব ইমিগ্রেশনে ১৭ জন আরক্ষা কর্মীকে নিযুক্ত করার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশককে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি কেন্দ্ৰীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আরক্ষা ও পরিবহণ দপ্তরের সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগরতলা-চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্যও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।সভায় মুখ্যসচিব জেকে সিনহা জানান, আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা এবং আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ব্যবস্থা করার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়কে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়। পাশাপাশি মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে ইমিগ্রেশন চেক পোস্ট হিসাবে ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। এমবিবি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে বলে মুখ্যসচিব সভায় অবহিত করেন। সভায় এছাড়াও পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, আরক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এবং পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।